ব্র্যাক ব্যাংকে বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের ফি পরিশোধের সুযোগ
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: ব্র্যাক ব্যাংক লি.
ঢাকা (২২শে ফেব্রুয়ারি): বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের ফি পরিশোধের সুযোগ দিচ্ছে ব্র্যাক ব্যাংক। এলক্ষ্যে ব্র্যাক ব্যাংকের সঙ্গে চুক্তি সই করেছে টোটাল স্টুডেন্ট কেয়ার।
এ উপলক্ষ্যে সম্প্রতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে টোটাল স্টুডেন্ট কেয়ারের পরিচালক মোঃ ওবায়দুল্লাহ খান এবং ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে হেড অফ ওম্যান ব্যাংকিং-তারা ও আগামি-স্টুডেন্ট ফাইল ব্যাংকিং সার্ভিসেস মেহেরুবা রেজা; ঢাকা কেন্দ্রীয় ও ময়মনসিংহ অঞ্চলের ব্রাঞ্চ ম্যানেজার শারমিন কাজীসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টোটাল স্টুডেন্ট কেয়ার (টিএসসি) বিশ্বব্যাপী স্বীকৃত একটি শিক্ষা এজেন্ট এবং বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভর্তি-সংক্রান্ত সেবা দেয়ার একটি শীর্ষ প্রতিষ্ঠান।
এই চুক্তির ফলে টিএসসি-এর পরিষেবা গ্রহণকারী বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীরা ব্র্যাক ব্যাংকের স্টুডেন্ট ফাইল সার্ভিসেস ব্যবহার করে তাদের ফি এবং জীবনযাত্রার ব্যয় পরিশোধ করতে পারবে।