Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
রাশিয়া থেকে ১ লাখ টন গম ক্রয়ে ব্যয় ২৯৮ কোটি টাকা

সোমবার

১৮ নভেম্বর ২০২৪


৪ অগ্রাহায়ণ ১৪৩১,

১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাশিয়া থেকে ১ লাখ টন গম ক্রয়ে ব্যয় ২৯৮ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:০৬, ২৪ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৯:১৭, ২৪ ফেব্রুয়ারি ২০২১
রাশিয়া থেকে ১ লাখ টন গম ক্রয়ে ব্যয় ২৯৮ কোটি টাকা

রাশিয়া থেকে গম আমদানী করছে সরকার, গ্রাফিক্স বিজনেসইনসাইডারবিডি

ঢাকা (২৪ ফেব্রুয়ারি): দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাসহ সরকারি বিতরণ ব্যবস্থা সচল রাখতে রাশিয়ান ফেডারেশন থেকে সরকারী পর্যাযে (জি টু জি) পর্যায়ে এক লাখ  মেট্টিক টন গম আমদানির উদ্যোগ নিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এজন্য ব্যয় হবে ২৯৮ কোটি ৪৯ লাখ ৬০ হাজার টাকা। 

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাসহ সরকারি বিতরণ ব্যবস্থা সচল রাখার উদ্দেশ্যে খাদ্য মন্ত্রণালয় রাশিয়ান ফেডারেশনের প্রস্তাবের প্রেক্ষিতে জি টু জি পদ্ধতির আওতায় গম কেনার জন্য গত ১৬ ফেব্রুয়ারি রাশিয়ান ফেডারেশনের ফরেন ইকোনমিক করপোরেশন(এফইসি) এর সঙ্গে নেগোসিয়েশন সভা করে। 

সভায় জি টু জি ভিত্তিতে গম আমদানির চুক্তির শর্ত এবং দাম নিয়ে বিশদ আলোচনা ও সমঝোতা  হয়।  সভার সিদ্ধান্ত অনুযায়ী রাশিয়ান ফেডারেশন থেকে  এক  লাখ মেট্টিক টন গমের প্রতি টন সিআইএফ- এলও (কস্ট ইন্স্যুরেন্স-ফ্রেইট লাইনার আউট) টার্মে ৩৫২ (তিনশত বায়ান্ন) মার্কিন ডলার দরে আমদানির বিষয়ে চূড়ান্ত সমঝোতা হয় এবং উভয় পক্ষ সভায় সমঝোতা চুক্তি স্বাক্ষর করে।

গমের প্রস্তাবিত দরটি খাদ্য অধিদপ্তর কর্তৃক সরাসরি ক্রয় পদ্ধতির আওতায় সর্বশেষ ক্রয় দর ৩৫২ দশমিক ৯৮ মার্কিন ডলার/মেট্টিক টনের চেয়ে ০.৯৮ মার্কিন ডলার কম। এছাড়া রাশিয়ান সরকার কর্তৃক গত ১৫ ফেব্রুয়ারি  থেকে ২৫ ইউরো/মেট্রিক টন এবং এক মার্চ০  থেকে ৫০ ইউরো/ মেট্রিক টন গম রপ্তানিতে শুল্ক আরোপের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতি মেট্রিক টন গম ৩৫২ মার্কিন ডলার হিসেবে কেনার  প্রস্তাব   গ্রহণের সুপারিশ করা হয়েছে।

সূত্র জানায়,গত ৩ ফেব্রুয়ারি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির চাহিদা অনুযায়ী গম উৎপাদন ও আমদানির সার্বিক চিত্র, ২০২০-২০২১ অর্থবছর গম উৎপদনের লক্ষ্যমাত্রা ছিল ১২ লাখ ৫ হাজার মেট্রিক টন। সংশোধিত চাহিদা ছিল ৫ লাখ ৯০ হাজার ১৭৮ মেট্রিক টন। গত ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিতরণ হয়েছে ৩ লাখ ২২ হাজার ৪৪৪ মেট্রিক 

সূত্র জানায়,২০২০-২১ অর্থ বছরের জন্য দেশের গমের চাহিদা ও মজুত পরিস্থিতি এবং বর্তমান করোনা ভাইরাস সংক্রমনের বিষয় বিবেচনা করে সরকারি বিতরণ ব্যবস্থা সচল রাখাসহ নিরাপত্তা মজুত সুসংসহতকরার  স্বার্থে এই গম কেনা জরুরি।

উল্লেখ্য, রাশিয়ান ফেডারেশন থেকে জি টু জি পদ্ধতিতে ১.০০ লাখ মেট্টিক টন গম কেনার লক্ষ্যে পিপিআর এর ৭৬(২) বিধিতে উল্লেখিত দাম সীমা অতিক্রমের বিষয়ে গত ৩ফেব্রুয়ারি অনুষ্ঠিত ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র নীতিগত অনুমোদন নেওয়া হয়েছে। পরবর্তীতে ক্রয় প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদনের জন্য পেশ করা হলে প্রস্তাবিত দর বেশি বিবেচনায় গ্রহণ করা হয়নি। পরবর্তীতে পুনরায় নেগোসিয়েশনে বর্তমান দরটি ৩৫২ মার্কিন ডলার/মেট্টিক টন নির্ধারত হয়েছে।

সূত্র জানায়,প্রস্তাবিত এক  লাখ  টন গম কেনার জন্য প্রতি মেট্টিক টন ৩৫২ মার্কিন ডলার দরে (প্রতি কেজি ২৯.৮৪৯৬ টাকা) মোট ৩ কোটি ৫২ লাখ  মার্কিন ডলার প্রয়োজন হবে অর্থাৎ টাকার অঙ্কে প্রতি মার্কিন ডলার ৮৪ দশমিক ৮০ টাকা হিসেবে ২৯৮ কোটি ৪৯ লাখ ৬০ হাজার টাকা প্রয়োজন হবে। এই অর্থ ২০২০-২১ অর্থ বছরের গম ক্রয় খাত থেকে মিটানো হবে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়