Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
বাংলাক্রাফটের হস্তশিল্প প্রদর্শনী শুরু 

সোমবার

১৮ নভেম্বর ২০২৪


৪ অগ্রাহায়ণ ১৪৩১,

১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাংলাক্রাফটের হস্তশিল্প প্রদর্শনী শুরু 

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:৩৫, ২৪ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ০২:১৮, ২৫ ফেব্রুয়ারি ২০২১
বাংলাক্রাফটের হস্তশিল্প প্রদর্শনী শুরু 

ছবি: হস্তশিল্প পণ্য প্রদর্শনী উদ্বোধন করেন বাংলাক্রাফটের সভাপতি গোলাম আহসান

ঢাকা (২৪ ফেব্রুয়ারি): দেশের হস্তশিল্পের অগ্রযাত্রা তুলে ধরতে পাঁচ দিনের হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বাংলাক্রাফট)। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর পান্থপথের ফেয়ার দিয়া কমপ্লেক্সে বাংলাক্রাফটের অফিসে বুধবার থেকে শুরু হওয়া এ প্রদর্শনী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। 

প্রদর্শনীর উদ্বোধন করে বাংলাক্রাফটের সভাপতি গোলাম আহসান বলেন, নিজস্ব ভেন্যুতে আমরা এবার প্রদর্শনী আয়োজন করছি। এই দিনটি আমাদের জন্য অনেক কাঙ্খিত ছিল। প্রদর্শনী আয়োজনের ফলে আমাদের সদস্যদের মধ্যে আরও মেলবন্ধন তৈরি হবে। একইসঙ্গে সদস্যরা তাদের উৎপাদিত পণ্য এখানে প্রদর্শনের সুযোগ পাচ্ছেন। এতে তাদের পণ্যের ব্রান্ডিং সম্ভব হচ্ছে। দেশের হস্তশিল্পের অগ্রযাত্রাও এই প্রদর্শনীর মাধ্যমে দৃশ্যমান হচ্ছে।

বাংলাক্রাফট সভাপতি জানান, বর্তমানে সংগঠনের সদস্য প্রায় ৫০০। এর মধ্যে প্রায় শতাধিক প্রতিষ্ঠান বিদেশে হস্তশিল্প রফতানি করে থাকে। বছরে দেশে হস্তশিল্পের অভ্যন্তরীণ বাজার প্রায় ৭ হাজার কোটি টাকার। আর বছরে ২০ মিলিয়ন ডলারের পণ্য বিদেশে রফতানি হয়ে থাকে। 

তিনি জানান, করোনার সময়ে দেশের হস্তশিল্প রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ৪৮ শতাংশ, যা হস্তশিল্পের অগ্রযাত্রাকেই তুলে ধরছে।

এবারের এ প্রদর্শনীতে হস্তশিল্পের প্রায় ২০০ পণ্য স্থান পেয়েছে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়