বন্ডের মাধ্যমে ৩ হাজার কোটি টাকা উত্তোলনের সিদ্ধান্ত বেক্সিমকোর
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
বেক্সিমকো লিমিটেডের লোগো
ঢাকা (০৩ মার্চ): সুকুক (বন্ডের মতোই শরীয়াহ ভিত্তিক আর্থিক ব্যবস্থা) ইস্যুর মাধ্যমে ৩ হাজার কোটি টাকা উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে বেক্সিমকো লিমিটেড। মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন সাপেক্ষে বেক্সিমতো পাওয়ার কোম্পানি লিমিটেডের দুই সহযোগি তিস্তা সোলার লিমিটেড ও করোতোয়া সোলার লিমিটেড এবং বেক্সিমকোর টেক্সটাইল বিভাগের সম্প্রসারণে এ অর্থ বিনিয়োগ করা হবে।
বেক্সিমকো সুসুক আল ইসতিসনা নামে এ বন্ডের মেয়াদ হবে পাঁচ বছর। এর অভিহিত মূল্য নির্ধারিত হয়েছে ১০০ টাকা।
৩ হাজার কোটি টাকার মধ্যে, ৫০ শতাংশ প্রাইভেট প্লেসমেন্ট, ২৫ শতাংশ বেক্সিমকোর শেয়ারহোল্ডার এবং বাকী ২৫ শতাংশ পাবলিক অফারের মাধ্যমে উত্তোলন করা হবে।
বেক্সিমকো সুসুক গ্রহীতাদের ৯ শতাংশ ভিত্তিমূল্যের সঙ্গে মার্জিন যোগ করে অর্ধ বার্ষিক ভিত্তিতে লভ্যাংশ দেবে। বেক্সিমকোর বার্ষিক লভ্যাংশের পরিমাণ বাড়লে বিনিয়োগকারী সেটাও লাভ হিসেবে পাবেন।
সুকুক বিনিয়োগকারীরা পাঁচ বছরের মধ্যে তাদের শতভাগ বিনিয়োগ বেক্সিমকোর সাধারণ শেয়ারে রূপান্তর করতে পারবেন বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।