হাঙ্গরিনাকি কিনে নিয়েছে আলিবাবা
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
হাঙ্গরিনাকি কিনে নিয়েছে আলিবাবা
ঢাকা (০৩ মার্চ): আট কোটি টাকায় বাংলাদেশের খাবার সরবরাহকারি কোম্পানি হাঙ্গরিনাকি কিনে নিয়েছে আর্ন্তজাতিক ই কমার্স প্রতিষ্ঠান আলিবাবা। বাংলাদেশে নিজেদের অবস্থান জোড়দার করার জন্যই আলিবাবা এ পদক্ষেপ নিয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
নাম প্রকাশে অনেচ্ছুক হাঙ্গরিনাকি’র এক শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
বুধবার তিনি বিজনেসইনসাইডারবাংলাদেশ’কে বলেন, ‘হ্যাঁ, বিক্রি হয়ে গেছে। আলিবাবা এক মিলিয়ন মার্কিন ডলারের কম মূল্যে আমাদের কোম্পানি কিনে নিয়েছে।’
তবে হাঙ্গরিনাকি’র উপপ্রধান নির্বাহী কর্মকর্তা ইব্রাহিম বিন মহিউদ্দীন বিষয়টি অস্বীকার বা নিশ্চিত কোনটাই করেননি। তিনি শুধু বলেন, দু’এক দিনের মধ্যেই এ ব্যাপারে আমরা আনুষ্ঠানিক ভাবে ঘোষণার মাধ্যমে জানিয়ে দেব।
২০১৩ সালে প্রতিষ্ঠিত হাঙ্গরিনাকি বাংলাদেশের প্রথম ‘অন ডিমান্ড ফুড ডেলিভারি কোম্পানি’ হিসেবে স্বীকৃত। ঢাকা , চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার এবং নারায়ণগঞ্জের ৪ হাজারের বেশি রেস্টুরেন্টের বিশাল নেটওয়ার্কের মাধ্যমে হাঙ্গরিনাকি ৫ লাখের বেশি গ্রাহককে সেবা দিয়ে যাচ্ছে।