বিকাশ পে-রোল সল্যুশন ব্যবহার করবে সেবা প্ল্যাটফর্ম
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার
ছবি: বিকাশ লিমিটেড
ঢাকা (০৯ মার্চ): কর্মীদের বেতন ও অন্যান্য ভাতা বিতরণে এখন থেকে বিকাশের পে-রোল সল্যুশন ব্যবহার করবে সেবা প্ল্যাটফর্ম লিমিটেড (সেবা এক্স ওয়াই জেড)। এ লক্ষ্যে সম্প্রতি বিকাশ ও সেবা প্ল্যাটফর্ম এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ, সেবা এক্স ওয়াই জেড এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আদনান ইমতিয়াজ হালিম এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকাশে বেতন দেয়ার এই সেবা গ্রহণ করায় বেতন-ভাতা বিতরণে ক্যাশ টাকার ঝামেলা থাকবে না এবং তাৎক্ষনিক কর্মীদের অ্যাকাউন্টে বেতন দেয়া হবে আরও সহজ ও দ্রুত।
বিকাশ অ্যাকাউন্টে বেতন পাওয়ার পর সেবা এক্স ওয়াই জেড কর্মীরা এখন সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পরিশোধ, অফলাইন বা অনলাইনে পণ্য কিনে পেমেন্ট করা, বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান দেয়া, স্কুল কলেজের বেতন পরিশোধ করা, বাস-ট্রেন-বিমান-লঞ্চ ও মুভি টিকেট ক্রয় করা, বিভিন্ন ধরনের অনলাইন নিবন্ধনের ফি পরিশোধ করাসহ অসংখ্য সেবা সহজেই নিতে পারবেন। এছাড়া দেশজুড়ে ছড়িয়ে থাকা ২ লক্ষ ৪০ হাজার এজেন্ট পয়েন্ট এবং ৯টি ব্যাংকের ১১৮৩টি এটিএম বুথ থেকে যেকোনো পরিমাণ অর্থ ক্যাশ আউটও করতে পারবেন। একই সঙ্গে থাকছে বিকাশ অ্যাকাউন্টে টাকা জমা রেখে মুনাফা লাভের সুযোগ।