দেশের পুঁজিবাজারে বড় পরিবর্তন আসবে: ড. শিবলী রুবাইয়াত
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
‘ডায়ালগ অন বিজনেস অ্যান্ড ইকোনমি’ শীর্ষক আলোচনা, ছবি: বিজনেস ইনসাইডার
আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশের পুঁজিবাজারে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
শনিবার সকালে রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত ‘ডায়ালগ অন বিজনেস অ্যান্ড ইকোনমি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে অতিথির বক্তব্যে ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ায় আমাদের মাথাপিছু আয় বেড়েছে, মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে এবং অর্থনীতির নিরিখে বাংলাদেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশের পুঁজিবাজারে আমরা বড় ধরনের পরিবর্তন দেখতে পারব। বর্তমানে অর্থনৈতিক পরিমণ্ডলে বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি বলেন, পৃথিবীতে এখন যুদ্ধ হচ্ছে অর্থনৈতিক যুদ্ধ। সবখানে সবার কাছে অর্থনীতির বিষয়টিই বেশি গুরুত্বপূর্ণ। তাই পৃথিবীতেই যা ই ঘটছে দেখা যায়, সবকিছুর মূলেই রয়েছে অর্থনীতি, বিনিয়োগ, শিল্প ইত্যাদি।
বাংলাদেশের বাণিজ্য ও অর্থনীতি বিষয়ের ওপর বিশেষজ্ঞদের নিয়ে ইআরএফ ‘ডায়ালগ অন বিজনেস অ্যান্ড ইকোনমি’ নামে একটি নতুন অনুষ্ঠান শুরু করেছে।
অনুষ্ঠানের প্রথম অধিবেশনে অতিথি হিসবে ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক খাতের সম্ভাবনা নিয়ে আর্থিক খাতের নীতি-নির্ধারক, রেগুলেটরি সংস্থার প্রধান এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা বিভিন্ন সময়ে অতিথি হিসবে উপস্থিত হবেন। তাদের নিজ নিজ অবস্থান থেকে এসব বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত রাখবেন।
ইআরএফ’র সভাপতি শারমীন রিনভীর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম রাশেদুল ইসলাম।