আইইউবি-তে ‘ইন্দো-প্যাসিফিক সংযোগ কেন্দ্রীকরণ’ সম্মেলন শুরু
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার
ছবি: ‘ইন্দো-প্যাসিফিক সংযোগ কেন্দ্রীকরণ’ সম্মেলনে অতিথিবৃন্দ
ঢাকা (১৫ মার্চ): দক্ষিণ এশিয়া থেকে শুরু করে দক্ষিণ-পূর্ব এবং পূর্ব এশিয়া পর্যন্ত সংযোগ স্থাপনে বঙ্গোপসাগর একটি নিরপেক্ষ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ করিডর। এই অঞ্চলগুলির সঙ্গে বাংলাদেশের মানুষ ও ব্যবসায়িক অগ্রগতির মাধ্যমে আঞ্চলিক সমৃদ্ধি অর্জন বর্তমান সরকারের একটি অন্যতম কর্মপরিকল্পনার অংশ।
এই লক্ষ্য বাস্তবায়নে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)’র উদ্যোগে জাপান দূতাবাসের সহযোগিতায় দু’দিনব্যাপী ‘ইন্দো-প্যাসিফিক সংযোগ কেন্দ্রীকরণ’ আঞ্চলিক সম্মেলন শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের বসুন্ধরাস্থ নিজস্ব ক্যাম্পাসে। এই সমন্বিত উদ্যোগের সঙ্গে রয়েছে ভারতীয় হাই কমিশন, বিমসটেক, বিশ্ব ব্যাংক এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক।
রবিবার সকালে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কনফারেন্সের উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রী, ড. এ.কে. আব্দুল মোমেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও বিশেষজ্ঞ হিসাবে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত, ইতো নাওকি, ভারতীয় হাই কমিশনার, বিক্রম দোরাইস্বামী, বাংলাদেশ ও ভুটানের বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর, মার্সি টেম্বন, বিমসটেকের মহাসচিব তেনজিন লেকফেল, বাংলাদেশে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশ, আইইউবি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এ মতিন চৌধুরী এবং আইইউবি’র ভিসি অধ্যাপক তানভীর হাসান। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক মিলান পাগন।
দু’দিনের এই সম্মেলনে বিভিন্ন বিষয়ের আঞ্চলিক বিশেষজ্ঞ ও সহযোগীবৃন্দ, গবেষক, কূটনীতিক এবং উন্নয়ন অংশীদারগণ আগামি দিনের সমন্বিত কর্মপরিকল্পনা ও কর্মকৌশল প্রণয়ন করবেন এবং পরে তা অত্র অঞ্চলের সমৃদ্ধি অর্জনে টেকসই বাস্তবায়নের লক্ষ্যে সরকারগুলির কাছে সুপারিশ আকারে পেশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রাস্টিবৃন্দ, কূটনীতিক, অভ্যাগত অতিথিবৃন্দ, শিক্ষক ও প্রশাসনের কর্মকর্তাগণ, বর্তমান এবং প্রাক্তন ছাত্রবৃন্দ এই অতীব গুরুত্বপূর্ণ দু’দিনের এই আঞ্চলিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহন করেন।