হ্যান্ডসেটের নিরাপত্তায় গ্রামীণফোন, অলট্রুইস্ট ও গ্রিন ডেল্টার কাজ শুরু
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার
হ্যান্ডসেটের নিরাপত্তায় গ্রামীণফোন, অলট্রুইস্ট ও গ্রিন ডেল্টার কাজ শুরু। ছবি: গ্রামীণফোন
ঢাকা (১৬ মার্চ): গ্রামীণফোন পার্টনারশিপে ‘ডিভাইস ইনস্যুরেন্স’ সেবায় কাজ শুরু করেছে অলট্রুইস্ট টেকনোলজিস লিমিটেড ও গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি। মঙ্গলবার গ্রামীণফোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
অলট্রুইস্ট সিকিউর বিডি হলো মোবাইল অ্যাপ-ভিত্তিক একটি ডিভাইস ইনস্যুরেন্স সেবা। এ সেবার মাধ্যমে গ্রাহক তার মোবাইল ভেঙে গেলে বা কোনো ধরণের ক্ষতির সম্মুখীন হলে এবং চুরি অথবা হারিয়ে গেলে ডিভাইস ইনস্যুরেন্সের আওতায় ক্ষতিপূরণ পাবেন। অলট্রুইস্ট সিকিউর বিডি অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং আইওএস অ্যাপ স্টোর উভয় স্টোর থেকেই ডাউনলোড করা যাবে।
এটি একটি বার্ষিক সাবস্ক্রিপশন, যেখানে গ্রাহকরা ১২ মাসের বিমা কাভারেজের অধীনে থাকবেন। ডিভাইস ইনস্যুরেন্সের ক্ষেত্রে প্রিমিয়াম প্রতিমাসের জন্য ২৮ টাকা থেকে শুরু হবে। গ্রাহকরা বার্ষিক বা মাসিক টাকা পরিশোধের পদ্ধতিটি বেছে নেওয়ার সুযোগ পাবেন। প্রযোজ্য ক্ষেত্রে গ্রাহক প্রয়োজনীয় কাগজ পত্র জমা দিয়ে একাধিক বিমা দাবি পেতে পারবেন।
প্রাথমিকভাবে, ডিভাইস ইনস্যুরেন্স সেবা ঢাকা ও চট্টগ্রামে গ্রামীণফোনের তিনটি এক্সপেরিয়েন্স সেন্টারে পাওয়া যাবে; এবং পর্যায়ক্রমে যা অন্যান্য চ্যানেলেও সহজলভ্য হবে।