করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ১৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার
বিশ্ব ব্যাংকের লোগো
ঢাকা (১৭ মার্চ) : মহামারি করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের নিম্ন আয়ের মানুষ এবং বিদেশ থেকে ফেরত আসা শ্রমিকদের সহায়তায় ১ হাজার ৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক।
বুধবার বিশ্বব্যাংকের সদর দফতর ওয়াশিংটন ডিসিতে এই ঋণ অনুমোদন দেওয়া হয়েছে। বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ, কাউন্সিলিং ও ক্ষুদ্রঋণ প্রদানসহ নানা উপায়ে আত্মকর্মসংস্থান তৈরিতে ১ লাখ ৭৫ হাজার দরিদ্র শহুরে যুবককে সহযোগিতা করা হবে। এছাড়া করোনায় ২০২০ সালের জানুয়ারির পর দেশে ফেরত আসা ২ লাখ প্রবাসীর কর্মসংস্থান বা তাদের আবার বিদেশে শ্রমিক হিসেবে ফিওে যেতে কাউন্সিলিং, অনুদানসহ প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, বাংলাদেশ কয়েক বছর ধরে দারিদ্র্য হ্রাসে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এছাড়া শহরের অপ্রাতিষ্ঠনিক খাতগুলোর দারিদ্র্য বিমোচনে ভূমিকা অপরিসীম। কিন্তু করোনায় এই দুই খাতই চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই প্রকল্প করোনা পরবর্তী উন্নয়নে দুই খাতের কর্মীদের কর্মসংস্থান সৃষ্টি ও আগের অবস্থায় ফিরিয়ে নিতে সহযোগিতা করবে বলে মন্তব্য করেন মার্সি টেম্বন।