ইনটেক্স সাউথ এশিয়া শুরু হচ্ছে সোমবার
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার
ছবি: ইনটেক্স সাউথ এশিয়া শুরু হচ্ছে সোমবার
ঢাকা (২০ মার্চ): চারদিন ব্যাপী দক্ষিণ এশিয়ার সবচেয়ে সফল আন্তর্জাতিক টেক্সটাইল সোর্সিং শো ইনটেক্স সাউথ এশিয়া শুরু হচ্ছে সোমবার। এর উদ্বোধন করবেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং বিকেএমইএর প্রথম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইনটেক্স সাউথ এশিয়া - বাংলাদেশ সংস্করণ ইবব২ইবব.ধংরধ তে ভার্চুয়াল বিজনেস ম্যাচিং ফরম্যাটে অনুষ্ঠিত হবে ২২-২৫ মার্চ। এফআইসিসিআই ভারতীয় টেক্সটাইল প্যাভিলিয়নের সঙ্গে ৫১ টি কোম্পানির নতুন পণ্য বাজারে আনছে। এখানে ভারত, চীন, কোরিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যুক্তরাজ্যসহ ৭০ টির বেশি নেতৃত্বস্থানীয় সরবরাহকারী উপস্থিত থাকবে।
ইনটেক্স সাউথ এশিয়া বাংলাদেশ এর বি২বি প্ল্যাটফর্মে ভার্চুয়াল বিজনেস ম্যাচিং সপ্তাহের আয়োজনে সার্বিক সহযোগিতায় আছে ওয়ার্লডেক্স ইন্ডিয়া। বাংলাদেশ থেকে টেক্সটাইল ক্রেতারা গুণগতমানের ফাইবার, সুতা, কাপড়, ট্রিমস এবং পোশাকের সরঞ্জামাদি, হিট ট্রান্সফার প্রিন্ট যন্ত্রপাতি ও ফেব্রিক ডাইং এবং ফিনিশিং সরঞ্জামাদি সরবরাহকারীদের সঙ্গে সংযুক্ত হতে পারবেন ।
ইন্ডিয়া ইনটেক্স সাউথ এশিয়া বাংলাদেশের অংশীদার দেশ। এফআইসিসিআই যৌথভাবে ইন্ডিয়ান সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রনালয় এর সাথে টেক্সটাইল এবং পোশাক রপ্তানিকারক এবং দেশীয় বাজারজাতকারী ৫১ প্রতিষ্ঠানের সমন্বয়ে ইন্ডিয়ান টেক্সটাইল প্যাভিলিয়নের আয়োজন করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই আন্তর্জাতিক সোর্সিং ইভেন্টটি শিল্প ক্রেতাদের কাঁচামালের উৎস, টেক্সটাইল রফতানি এবং দেশীয় বাজার বৃদ্ধিতে সহায়তা করবে। ফলে বিশ্বব্যাপী সরবরাহের জন্য নতুন সুযোগ তৈরি করবে, বাজারের অংশীদারিত্ব বাড়বে এবং উচ্চতর ফ্যাশন এবং মূল্যকে সোর্সিং গন্তব্য হিসাবে বাংলাদেশের ব্র্যান্ড ইমেজ জোরদার করবে।