Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
অ্যাস্ট্রো-অলিম্পিয়াড শুরু ৫ জুলাই

বুধবার

২০ নভেম্বর ২০২৪


৬ অগ্রাহায়ণ ১৪৩১,

১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অ্যাস্ট্রো-অলিম্পিয়াড শুরু ৫ জুলাই

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:২৯, ৮ জুন ২০২৪  
অ্যাস্ট্রো-অলিম্পিয়াড শুরু ৫ জুলাই

সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের মাঝে জ্যোতির্বিজ্ঞানের জ্ঞান ও চর্চা বাড়াতে আগামী ৫ জুলাই শুরু হতে যাচ্ছে ১৯তম অ্যাস্টোনমি-অলিম্পিয়াড। শনিবার (৮ জুন) দুপুরে রাজধানীর আফতাব নগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন।

আয়োজকরা জানান, আন্তর্জাতিক অ্যাস্টোনমি-অলিম্পিয়াডে অংশ নিতে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি যৌথভাবে এ আয়োজন করছে। এপেক্সের সহযোগিতায় এবাবের অলিম্পিয়াডের নাম দেওয়া হয়েছে ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’।

সংবাদ সম্মেলনে অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের বিস্তারিত তুলে ধরেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন। তিনি বলেন, ‘জ্যোতির্বিজ্ঞান বিষয়কে বাংলাদেশে জনপ্রিয় করার লক্ষ্যে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন গত ৩৬ বছর ধরে কাজ যাচ্ছে। সে ধারাবাহিকতায় ১৪ থেকে ১৮ বছর বয়সী স্কুল এবং কলেজ পর্যায়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে আগামী ৫ জুলাই শুরু হচ্ছে ১৯তম অ্যাস্ট্রো-অলিম্পিয়াড।

তিনি আরও বলেন, ‘সারা দেশ থেকে অংশগ্রহণকারীদের ৫ জুলাই প্রাথমিক বাছাই কার্যক্রম থেকে নির্বাচিত ৫০০ জন প্রতিযোগীকে নিয়ে আগামী ৩ আগস্ট ঢাকায় আয়োজন করা হবে এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড জাতীয় বাছাই কার্যক্রম। জাতীয় বাছাই কার্যক্রম থেকে সিনিয়র গ্রুপের ১৫ জন এবং জুনিয়র গ্রুপের ১৫ জনসহ ৩০ জনকে নিয়ে চার দিনের আবাসিক ক্যাম্প এবং চূড়ান্ত বাছাই করা হবে। সেই আবাসিক ক্যাম্প থেকে নির্বাচিত পাঁচ প্রতিযোগী আসন্ন ২৮তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।’

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির চিফ অ্যাডভাইজর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ‘এখন জ্যোতির্বিজ্ঞানে আমরা এগোচ্ছি। ক্রমে ক্রমে আরও সামনে যাবো। এই অলিম্পিয়াড বাংলাদেশে ভালোভাবে আয়োজন করা গেলে ভবিষ্যতে আমরা আরও অগ্রসর হতে পারবো। জ্ঞান-বিজ্ঞানের চর্চা জাতীয়ভাবে করার প্রয়োজন আছে।’

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য শামস রহমান বলেন, ‘বিজ্ঞানই একমাত্র বিষয়, যা মানুষকে এই অন্ধত্ব থেকে উঠিয়ে আনতে পারে। বিজ্ঞানের একটি অংশ হিসেবে এই অ্যাস্ট্রোনোমিকে আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। অ্যাস্ট্রোনমিকে আমাদের পাঠ্যপুস্তকে সংযুক্ত করতে হবে। গত ৫০ বছরে আমাদের দেশ বিভিন্নভাবে হোঁচট খেয়েছে। এ জন্য অনেককিছু করতে চাইলেও করা হয়ে উঠেনি। তবে আমরা মনে করি এখন সেই সময় এসেছে, সরকার যেন এই বিষয়গুলোতে আরও প্রাধান্য দেয়।’

মাশহুরুল আমিনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও ছিলেন, বাংলাদেশ ব্যাংকে সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক আশিক মোসাদ্দিক।

অংশগ্রহণের নিয়মাবলি
১.    ২০০৬ - ২০১০ সাল এর মধ্যে জন্ম গ্রহণ কারী স্কুল-কলেজ পর্যায়ের ছাত্র-ছাত্রীদের জন্য এই আয়োজন। (১৪-১৮ বছর বয়সী)
২.    বিশ্ববিদ্যালয় পড়ুয়া  কোন ছাত্র-ছাত্রী এতে অংশ  গ্রহণ করতে পারবে না। 
৩.    ৩০ জুন ২০২৪ তারিখ এর মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে।
৪.    কোন প্রকার রেজিস্ট্রেশন ফি এর প্রয়োজন নেই।
৫.    অনলাইন রেজিস্ট্রেশনের - লিঙ্ক https://www.astronomybangla.com/olympiad2024/

এবারে আয়োজন সফলভাবে সম্পন্ন করবার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ‘এপেক্স গ্রæপ‘ । এপেক্স এর সহযোগিতার কারণে এবারের আয়োজন এর নামকরণ করা হয়েছে ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’, পাওয়ার্ড বাই গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স এবং ডাইমন্ড পার্টনার পাইওনিয়ার ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড

‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’ এবং ২৮তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের একাডেমিক বিষয়গুলো বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি যৌথভাবে পরিচালনা করবে।

‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’ আয়োজনে আরো যারা  সহযোগিতায় থাকছেন, সিটি ব্যাংক লিঃ, প্রথম আলো, ব্র্যাক ব্যাংক লিঃ, লিঙ্ক -৩, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, রাশিয়ান হাউস ইন ঢাকা (সাংস্কৃতিক বিভাগ, বাংলাদেশস্থ রাশিয়ান দূতাবাস), শো এন্ড টেল এবং একাডেমিক পার্টনার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, মিডিয়া পার্টনার হিসেবে থাকছে- ৭১ টেলিভিশন এবং বিডি নিউজ টুয়েন্টিফোর ডট কম।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়