বাবা-মায়ের কবরের পাশে শায়িত আব্দুল লতিফ মিয়া
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার
ছবি: আলহাজ আব্দুল লতিফ মিয়া
ঢাকা (২৫ মার্চ): বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন লতিফ সিকিউরিটিজের চেয়ারম্যান ও বাংলাদেশ জামদানি অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব আলহাজ আব্দুল লতিফ মিয়া। বুধবার বাদ জোহর জানাজা শেষে বরাবো খালপাড় কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।
এর আগে বেলা ২ টায় তারাবো বালুর মাঠে মরহুমের সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হয়। এ জানাজায় দূর-দূরান্ত থেকে কয়েক হাজার লোক এসে অংশ গ্রহন করেন। জানাজায় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ। জানাজায় অংশ নেন তারাবো পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান মোল্লা, তারাবো পৌর আওয়ামী লীগ নেতা মো. হাবিবুর রহমান হাবিব, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর আলম খন্দকার, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মাহবুবুর রহমান মেহের, তারাবো পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর মো. মাহবুবুর রহমান জাকারিয়া, তারাবো পৌর বিএনপির সভাপতি মো. নাসিরউদ্দিন, বিএনপি নেতা মো. কাজী মনির, বিএনপি নেতা ও তারাবো পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম চৌধুরী, তারাবো ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক, স্থানীয় কাউন্সিলর আনোয়ার হোসেন, খালপাড় নিবাসী আনিসুর রহমান প্রমুখ।
গত ১৭ মার্চ এই প্রথিতযশা ব্যক্তিত্ব বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪ টায় মালয়েশিয়ার একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লুৎফর রহমানের বাবা আব্দুল লতিফ মিয়া মালয়েশিয়ার কেপিজে আমপাং পুতেরি বিশেষায়িত হাসপাতালে প্রায় দুই মাস ধরে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।