মাগুরায় তিন দিনব্যাপি ফল মেলার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
সংগৃহিত
নিজস্ব প্রতিবেদক: ‘ফলে পুষ্টি,অর্থ বেশ-স্মার্ট কৃষির বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় আজ সোমবার তিন দিনব্যাপি ফল মেলার উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার জেলা প্রশাসক মোহাম্মাদ আবু নাসের বেগ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় চত্বরে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. ইয়াছিন আলীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক বিষ্ণুপদ সাহা, প্রকাশ চন্দ্র সরকার, হর্টিকালচার সেন্টারের উদ্যান তত্ত্ববিদ মো. শাহিনুজ্জামান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির প্রমুখ।
মেলায় ৩টি স্টলে কাঁঠাল, কলা, নারিকেল, আম, পেঁপে, লেবু, মাল্টা, পেঁয়ারা, আশফল, গ্রীষ্মকালীন তরমুজ, চালতা, করমোচা, অ্যাভোকাডোসহ স্থানীয় এবং উন্নত জাতের বিভিন্ন ফলের প্রদর্শনী করা হচ্ছে।
আগামী ১৭ জুলাই তিন দিনব্যাপি এ মেলা শেষ হবে।
মেলার উদ্বোধন শেষে ৩০ জন ফল চাষির মাঝে আম গাছের চারা বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করেছে।