Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
রোজার আগে সকল নিত্যপণ্যের দাম বাড়ছে

বুধবার

২০ নভেম্বর ২০২৪


৬ অগ্রাহায়ণ ১৪৩১,

১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রোজার আগে সকল নিত্যপণ্যের দাম বাড়ছে

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:৫৩, ২৭ মার্চ ২০২১   আপডেট: ২১:৫৫, ২৭ মার্চ ২০২১
রোজার আগে সকল নিত্যপণ্যের দাম বাড়ছে

নিত্যপণ্যের দাম বাড়ছে। ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা (২৭ মার্চ): রমজান আসার আগেই দাম বেড়েছে ছোলা, বুট, চিনি, মশুর ডাল, ভোজ্যতেলসহ চালের। এছাড়া, প্রায় সবধরনের সবজির দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। শনিবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ব্যবসায়ীদের সাথে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

প্রায় সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে ২ থেকে ৩ টাকা। কাওরানবাজারের মেসার্স বিসমিল্লাহ টেডিং এর ম্যানেজার মোঃ রবিন বিজনেস ইনসাইডার বাংলাদেশকে জানান, মিনিকেট, নাজিরশাইল ৫০ কেজির বস্তায় দাম বেড়েছে ৮০ থেকে ১০০ টাকা। আটাশ চালের ৫০ কেজির বস্তায় দাম বেড়েছে ৫০ থেকে ৭০ টাকা।

অপরদিকে, মা জেনারেল স্টোরের মালিক জীবন বিজনেস ইনসাইডার বাংলাদেশকে জানান, রমজান মাসে সব ধরনের ডালের চাহিদা বেশি থাকে। তাই রমজান আসার আগে দামও বেড়ে যায়। তিনি আরও জানান, বড় দানার মশুর ডাল কেজিতে ২ থেকে ৪ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা। বুট এবং ছোলা কেজিতে ৪ থেকে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬৮ থেকে ৭২ টাকা। আর চিনিতে বেড়েছে ৫ টেকে ৭ টাকা। খোলা চিনি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬৮ থেকে ৭০ টাকা এবং প্যাকেটজাত চিনি ৭৫ থেকে ৭৮ টাকা। 

অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধির কারণে দেশের বাজারে তেলের দাম বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবুও ভোজ্যতেলের বাজার রয়েছে অস্থিতিশীল। সরকার দাম নির্ধারণ করে দিলেও তা মানছেন না অনেক ব্যবসায়ী। বাজার ঘুরে এবং ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, সরকার প্রতি লিটার খোলা ভোজ্যতেলের দাম ১১৩ টাকা নির্ধারণ করে দিলেও বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকা। পামওয়েল ১০৯ টাকা নির্ধারণ করা হলেও বিক্রি হচ্ছে ১১৫ টাকায় এবং বোতলজাত প্রতি লিটার ১৩৯ টাকা দাম নির্ধারণ করে দিলেও বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকা। 

এছাড়া, কাওরানবাজারের সবজি বিক্রেতা সাইফুল ইসলাম বিজনেস ইনসাইডার বাংলাদেশকে জানান, বাজারের প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় কোন ট্রাক আসতে পারছে না। তাই দাম বাড়ছে। তিনি আরও জানান, টমেটোর দাম গত সপ্তাহ থেকে এ সপ্তাহে দিগুণ বেড়ে বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি।

বেড়েছে সবজির দাম: লাউ, শসা ১০ টাকা বেড়ে ৫০ টাকা, গাজর ১০ টাকা বেড়ে ৩০ টাকা, বেগুন ১৫ টাকা বেড়ে ৫০ টাকা, কাঁচা পেঁপে ১০ টাকা বেড়ে ৩০ টাকা, ঢ্যাঁড়স ৬০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, বরবটি ১০ টাকা বেড়ে ৭০ টাকা, পটল ৬০ টাকা, লেবু আকার ভেদে ৪০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর বিভিন্ন পাইকারি ও খুচরা আলু, পেঁয়াজ বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। গত সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকা বিক্রি করা হলেও এ সপ্তাহে তা বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৫ টাকা এবং আলু বিক্রি হচ্ছে ১৮ থেকে ২০ টাকা। তবে অনেক ব্যবসায়ী জানান, যদি কেউ চাহিদার অতিরিক্ত না কেনেন তাহলে রমজানে দাম বৃদ্ধির কোন সম্ভাবনা নেই।

এছাড়া, মানব দেহে আমিষের চাহিদা পূরণ করে মাংস কিন্তু দীর্ঘ দিন ধরে মাংসের দাম কমছে না। গত সপ্তাহ থেকে এ সপ্তাহে আবার বেড়েছে ফার্মের মুরগির দাম। ব্যবসায়ীরা জানান, কেজি প্রতি দাম বেড়েছে ১০ টাকা। দেশি এবং সোনালি জাতের মুরগি গেল সপ্তাহের দামে বিক্রি হচ্ছে। তবে গরুর মাংস গেলো সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে ৫৮০ থেকে ৬০০ টাকা, খাসির মাংস ৮৫০ থেকে ৯০০ টাকায়।

 

 

 

 

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়