Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
বিকাশের নতুন সেবা: গ্রিটিংস কার্ড

বুধবার

২০ নভেম্বর ২০২৪


৬ অগ্রাহায়ণ ১৪৩১,

১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিকাশের নতুন সেবা: গ্রিটিংস কার্ড

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:৪২, ২৮ মার্চ ২০২১  
বিকাশের নতুন সেবা: গ্রিটিংস কার্ড

ছবি: বিকাশের নতুন সেবা - গ্রিটিংস কার্ড

ঢাকা (মার্চ ২৮): গ্রাহকদের জন্য বিকাশ চালু করেছে গ্রিটিংস কার্ড নামের নতুন সেবা। এখন থেকে প্রিয়জনের কোন বিশেষ উপলক্ষ্যে বিকাশ অ্যাপ থেকে সেন্ড মানি করে টাকা পাঠানোর পাশাপাশি পাঠানো যাবে ‘গ্রিটিংস কার্ড’। এই ডিজিটাল কার্ডের মাধ্যমে প্রিয়জনকে জানানো যাবে শুভেচ্ছা, অনুভূতি, স্নেহ-ভালবাসার অভিব্যক্তি। গ্রাহক চাইলে এই কার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করতে পারবেন।

নতুন এই সেবার মাধ্যমে, বিকাশ অ্যাপ থেকে যে নম্বরে সেন্ড মানি করা হবে তা নির্বাচন করার পরপরই নিচের অংশে ‘আপনার উদ্দেশ্য সিলেক্ট করুন’ ট্যাবটি দেখতে পাবেন গ্রাহক। সেখানে থাকা সেন্ড মানি, গিফট, জন্মদিন, বিয়ে, অ্যানিভার্সারি, অভিনন্দন, শুভকামনা এবং ধন্যবাদ অপশনগুলো থেকে যে কোন একটি নির্বাচন করা যাবে।

টাকার অংক লিখে পরের ধাপে গেলে রেফারেন্স অংশের নিচে “কার্ডের ম্যাসেজ আপডেট করুন” আইকন দেখা যাবে। গ্রাহক চাইলে যে ম্যাসেজ লেখা আছে তা রাখতে পারেন অথবা নিজের মতো করে ম্যাসেজ লিখে দিতে পারেন। স্বাক্ষর দিয়ে পরের ধাপে পিন দিলেই সেন্ড মানি সম্পন্ন হবে।

এরপর, যিনি গ্রিটিংস কার্ড সহ উপহার পেয়েছেন, তিনি তার ডিভাইসের নোটিফিকেশনে একটি গিফট বক্স দেখতে পাবেন। বক্সে ক্লিক করে বিকাশ অ্যাপে ঢুকলেই উপহারের পরিমাণ এবং ম্যাসেজ দেখতে পাবেন। তিনি চাইলে সামাজিক যোগাযোগমাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে কার্ডটি শেয়ার করতে পারবেন যেখানে টাকার অংক দেখা যাবে না কেবল ম্যাসেজটি দেখা যাবে।

পহেলা বৈশাখ, ঈদ এর মত গুরুত্বপূর্ন উৎসবগুলোতে নিয়মিত নতুন নতুন কার্ড যোগ করা হবে গ্রিটিংস সেকশনে। তাছাড়া, যে গ্রাহক এগুলো ব্যবহার করতে চান না তিনি কেবল ‘সেন্ড মানি’ অপশন নির্বাচন করলেই গ্রিটিংস কার্ড ছাড়া টাকা পাঠাতে পারবেন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়