আশ্রয়ণ-২ প্রকল্পে ব্র্যাকের পাঁচ কোটি টাকার অনুদান
|| বিজনেস ইনসাইডার
(বিএবি)-কে পাঁচ কোটি টাকার একটি চেক হস্তান্তর করেছে ব্র্যাক ব্যাংক
ঢাকা (মার্চ ২৮): ভূমিহীন, গৃহহীন, দুর্দশাগ্রস্থ ছিন্নমূল মানুষদের জন্য বাড়ি তৈরীর কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ আশ্রয়ণ-২ প্রকল্পে পাঁচ কোটি টাকার আর্থিক অনুদান প্রদান করে বাংলাদেশ সরকারের উন্নয়ন প্রকল্পে অবদান রাখলো ব্র্যাক ব্যাংক।
রবিবার বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অনুকূলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংক (বিএবি)-কে পাঁচ কোটি টাকার একটি চেক হস্তান্তর করেছে ব্র্যাক ব্যাংক।
এই বছরের জানুয়ারীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ-২ প্রকল্পের উদ্বোধন করেন। যার লক্ষ্য, মুজিব বর্ষ ও দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে গৃহহীনদের জন্য একটি করে ঘর নির্মাণ করে দেয়া।
আশ্রয়ণ-২ প্রকল্পের লক্ষ্যগুলোর মধ্যে আরো রয়েছে- অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পুনর্বাসন, ঋণ প্রদান ও প্রশিক্ষণের মাধ্যমে জীবিকা নির্বাহে সক্ষম করে তোলা ও আয়ের মাধ্যম সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য দূর করা।