রবির নতুন ক্যাম্পেইন: আমার স্বাধীনতার আওয়াজ
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: রবির নতুন ক্যাম্পেইন: আমার স্বাধীনতার আওয়াজ
ঢাকা (মার্চ ২৮): দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের লক্ষ্যে বছরব্যাপী ‘আমার স্বাধীনতার আওয়াজ’ ক্যাম্পেইন চালু করেছে রবি। ক্যাম্পেইনটির মাধ্যমে নিত্যদিনের ব্যবহৃত কোন শব্দটি দেশের মানুষের কাছে স্বাধীনতার উপলব্ধিটি তুলে ধরে, তা সংগ্রহ করা হবে।
ক্যাম্পেইনে অংশ নিতে অংশগ্রহণকারীদের একটি শব্দ রেকর্ড করতে হবে যার মধ্যে তারা খুঁজে পান স্বাধীনতা। এরপর রেকর্ডটি রবির ওয়েবসাইট বা রবির ফেসবুক ম্যাসেঞ্জার ব্যাবহার করে পাঠাতে হবে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘#আমারস্বাধীনতারআওয়াজ’ হ্যাশট্যাগ ব্যাবহার করে আপলোড করতে হবে।
গুগল ড্রাইভ, ইউটিউব লিঙ্ক অথবা ফেসবুক ম্যাসেঞ্জারের ভয়েস রেকর্ডিং সেবাটি ব্যাবহার করে একজন অংশগ্রহণকারী একাধিক রেকর্ড জমা দিতে পারবেন। ২৫ মার্চ থেকে রেকর্ড জমা নেয়া হচ্ছে, যা চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।