Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
শুরু হচ্ছে মার্সেল প্রেজেন্টস হা-শো’র সিজন ৭

রোববার

২৬ জানুয়ারি ২০২৫


১৩ মাঘ ১৪৩১,

২৬ রজব ১৪৪৬

শুরু হচ্ছে মার্সেল প্রেজেন্টস হা-শো’র সিজন ৭

|| বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৩:৩৯, ৪ সেপ্টেম্বর ২০২৪  
শুরু হচ্ছে মার্সেল প্রেজেন্টস হা-শো’র সিজন ৭

সংগৃহিত

দেশের একমাত্র জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মার্সেল হা-শো’। সাফল্যের ধারাবাহিকতায় এবার শুরু হতে যাচ্ছে এর সিজন ৭। প্রতিবারের মতো এবারো ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অডিশন পর্ব অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীদের জন্য এখন চলছে রেজিস্ট্রেশন কার্যক্রম।

জনপ্রিয় এই রিয়েলিটি শো’র টাইটেল স্পন্সর দেশের শার্ষস্থানীয় ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্ল্যায়েন্স প্রস্তুুতকারী ব্র্যান্ড মার্সেল। অনুষ্ঠানটির অনলাইন পার্টনার হিসেবে রয়েছে জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম রাইজিংবিডি ডটকম।

সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির সাথে মার্সেলের এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়। একই সঙ্গে উন্মোচন করা হয় সিজন-৭ এর লোগো। ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি.’র অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) নজরুল ইসলাম সরকার, ওয়ালটন ডিজি-টেকের এএমডি লিয়াকত আলী, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার গালীব বিন মোহাম্মদ, মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমিন খান, এনটিভির হেড অব মার্কেটিং অঞ্জন কুন্ডু, হেড অব প্রোগ্রাম আলফ্রেড খোকন এবং মার্সেলের ব্যান্ড ম্যানেজার (লিড) উদ্দাম হোসেন মৃধাসহ মার্সেল ও এনটিভির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

এছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী শবনম ফারিয়া, জাহারা মিতু, অভিনেতা তুষার খান, কৌতুক অভিনেতা ও রিয়েলিটি শো’র উপস্থাপক আবু হেনা রনি প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, হা-শো’র সিজন-৭ রিয়েলিটি শোতে বিজয়ী চ্যাম্পিয়ন পাবেন নগদ ৫ লাখ টাকা। প্রথম রানার্স-আপ পাবেন ৩ লাখ টাকা। এছাড়া সেকেন্ড রানার্স-আপের জন্য থাকছে ২ লাখ টাকা।

ওয়ালটনের এএমডি নজরুল ইসলাম সরকার বলেন, “মার্সেল হা-শো কমেডি ইভেন্টের মাধ্যমে মেধাবীদের যেমন খুঁজে বের করা হয়; তেমনি এই প্রোগ্রামের মাধ্যমে আনন্দ উপভোগ করেন কোটি কোটি দর্শক। মার্সেল ও এনটিভির উদ্যোগের মাধ্যমে দর্শকরা একটি ভিন্ন মাত্রার অনুষ্ঠান দেখার সুযোগ পান। মার্সেল ও এনটিভি পরিবারের এই বন্ধন সবসময় অটুট থাকবে।”
এনটিভির হেড অব মার্কেটিং অঞ্জন কুন্ডু বলেন, ‘মার্সেল হা-শো’তে অংশ নিয়ে নিজেকে আবিষ্কার কারার সুযোগ পেয়ে থাকেন তরুণ কমেডিয়ানরা। আমাদের প্রত্যাশা, আগের যেকোনো সিজনের চেয়ে এবারের সিজন সবচেয়ে ভালো ও আকর্ষণীয় হবে। বরাবরের মতো এবারো এই শো দিয়ে দেশের কোটি কোটি দর্শককে হাসাতে পারব।’

জানা গেছে, প্রাথমিক পর্যায়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে তাদের মধ্য থেকে বাছাইকৃত প্রতিযোগিদের নিয়ে বিভাগীয় শহরে অডিশন রাউন্ড শুরু হবে। পর্যায়ক্রমে রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, খুলনা, সিলেট ও ময়মনসিংহ বিভাগ থেকে মোট ৪০ জন প্রতিযোগিকে বাছাই করা হবে। মূলত তাদের নিয়েই সাজানো হবে অনুষ্ঠানের মূল পর্বগুলো। এখান থেকে পর্যায়ক্রমে নির্বাচিত ৬ জন প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে।

হা-শো সিজন ৭ এর মূল পর্বে বিচারক হিসেবে থাকবেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান, অভিনেত্রী শবনম ফারিয়া এবং অভিনেতা তুষার খান। অডিশন রাউন্ডে বিচারক হিসেবে কাজ করবেন বাংলাদেশের প্রখ্যাত স্ট্যান্ড-আপ কমেডিয়ান ইসতিয়াক নাসির, চিত্রনায়িকা জাহারা মিতু এবং শাওন মজুমদার। ‘মার্সেল হা-শো’ যৌথভাবে পরিচালনা করছেন জাহাঙ্গীর চৌধুরী ও কাজী মোহাম্মদ মোস্তফা। এটি সঞ্চালনা করবেন মীরাক্কেলখ্যাত আবু হেনা রনি।

যেভাবে ‘মার্সেল প্রেজেন্টস হা-শো’-এর সপ্তম মৌসুমের রেজিস্ট্রেশন করবেন: রেজিস্ট্রেশন করতে নিচের লিংকে ক্লিক করুন এবং অনলাইন ফরমটি পূরণ করুন।- যঃঃঢ়ং://িি.িহঃানফ.পড়স/ৎবমরংঃৎধঃরড়হ। রেজিস্ট্রেশন চলবে ২০ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত।প্রেস বিজ্ঞপ্তি
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়