প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
সংগৃহিত
নিজস্ব প্রতিবেদক : ক্ষমতার অপব্যবহার করে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান এইচ বি এম ইকবালের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সংস্থাটির উপপরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
দুদক সূত্রে জানা গেছে, এইচ বি এম ইকবালের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ২০১১ সাল থেকে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান পদ আঁকড়ে আছেন। গুলশানে প্রতিষ্ঠা করেছেন ‘রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল’, গুলশান-২-এ নির্মাণ করেছেন হিলটন হোটেল অ্যান্ড রিসোর্ট। প্রতিষ্ঠা করেছেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা। তিনি বায়রার সদস্যও। গত এক যুগে অনেক কোম্পানির মালিক হয়েছেন প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ইকবাল। গোয়েন্দা অনুসন্ধানে দুদক জানতে পেরেছে, গত ১৩-১৪ বছরে ইকবাল শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। অর্থ পাচার করে বিদেশে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ। বিপুল সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা মেলায় দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।