ওভাই’র ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ড জয়
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ই-ক্যাব প্রেসিডেন্ট শমী কায়সারের হাত থেকে পুরষ্কার গ্রহণ করেন তাবাসসুম জামান
ঢাকা (৯ নভেম্বর): ‘ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ড-২০২০’ অর্জন করেছে দেশীয় রাইড শেয়ারিং স্টার্ট আপ ওভাই। রোববার ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ই-ক্যাব প্রেসিডেন্ট শমী কায়সারের হাত থেকে এ পুরষ্কার গ্রহণ করেন ওভাই-এর হেড অব গ্রোথ তাবাসসুম জামান।
সাধারণ রোগী ও চিকিৎসাসেবা কাজে নিয়োজিত ব্যক্তিদের দৈনন্দিন যাতায়াতে বিশ্বস্ত, নির্ভরযোগ্য ও নিরাপদ সেবা প্রদানে মার্চ থেকে বাড়তি সুরক্ষা অবলম্বনের মাধ্যমে নতুন সেবা ObhaiSheba™ চালুর উদ্যোগ নিয়ে প্রশংসিত হয় ওভাই। চালকদের জন্য মাস্ক, টিস্যু, হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস, পিপিই, জীবাণুনাশক ইত্যাদি এবং যাত্রীদের জন্য নিরাপত্তা নিয়মাবলী ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু করে ওভাই। রাইডে বাড়তি সুরক্ষার জন্য যানবাহনে প্লেক্সিগ্লাস স্থাপন করে ওভাই। একইসাথে যাত্রীদের দূরপাল্লার যাত্রাকে আরামদায়ক ও নিরাপদ করে তুলতে ইন্টারসিটি সেবা চালু করে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশের ই-কমার্স ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অবদানের পাশাপাশি প্রতিষ্ঠানের ব্যবসায়িক সাফল্য এবং নৈতিক মূল্যবোধ, সততা ও সমাজের প্রতি কর্তব্যকে বিবেচনা করে ই-ক্যাবের অ্যাওয়ার্ড এন্ড অ্যাক্রিডিটেশন কমিটি ওভাই-কে পুরষ্কার দিয়েছে।