করোনায় হাউজ বিল্ডিং ফাইন্যান্সের এমডির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
ঢাকা (১৭ নভেম্বর): বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএইচবিএফসি) ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্ত্তী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
দেবাশীষ চক্রবর্ত্তী মা, স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার পরিবারের অন্য সদস্যরাও করোনায় আক্রান্ত। শুরুতে তিনি মা ও ছেলেসহ পিজি হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। তার স্ত্রী স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দেবাশীষের গ্রামের বাড়ি নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং বেলজিয়ামের ব্রাসেলস ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। তিনি ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের এমডি হিসেবে কার্মরত ছিলেন। এর আগে ছিলেন রূপালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক।