নেপালে অ্যাপেক্স ফুটওয়্যারের যাত্রা শুরু
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: ফাইল ফটো
ঢাকা (১৭ নভেম্বর): নেপালে যাত্রা শুরু করেছে দেশের শীর্ষ স্থানীয় জুতা নির্মাতা কোম্পানি অ্যাপেক্স ফুটওয়্যার। শনিবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে ভার্চুয়ালি প্রথম আউটলট ভেনচুরিনি উদ্বোধনের মাধ্যমে অ্যাপেক্স আন্তর্জাতিক বাজারে প্রবেশ করলো।
অ্যাপেক্সের চেয়ারম্যান সৈয়দ মনজুর এলাহি বলেন, এর পাশাপাশি আমরা শ্রীলংকা এবং ভুটানেও নতুন আউটলেট খেলার বিষয়টি পরীক্ষা করে দেখছি। তিনি বলেন, এখন এশিয়ার সময়। আগামি বছর গুলোতে এটা আরো এগিয়ে যাবে। বিশ্ব বাজারে আরো অগ্রসর হওয়ার আগেই অ্যাপেক্স দক্ষিণ এশিয়ার বাজার এবং মিয়ানমার ও থাইল্যান্ডে প্রবেশ করবে বলে তিনি উল্লেখ করেন।
ফেসবুক পেজে অ্যাপেক্স ফুটওয়্যার বলেছে, নেপালে ভেনচুরিনির এক্সক্লসিভ কালেকশনের পাশাপাশি মভেরিক, স্প্রিন্ট, মচি, নিনো রোজি, সান্ড্রা রোসার মতে অ্যাপেক্সের বিভিন্ন পণ্য এবং প্রখ্যাত আন্তর্জাতিক ব্র্যান্ড ক্রস অ্যান্ড পলিশের বিভিন্ন এক্সসেসরিজও পাওয়া যাবে।
বাংলাদেশের সর্ববৃহৎ জুতা নির্মাতা কোম্পানি হিসেবে দেশের চামড়ার জুতা রপ্তানির ১৫ ভাগ অ্যাপেক্সই করে থাকে। সারা বিশ্বে ১০০টি দেশে এর ক্রেতা রয়েছে। ২০১৯-২০ অর্থ বছরে অ্যাপেক্সের টার্নওভার ছিল ১,৫৮১ কোটি টাকা। কিন্তু এ বছর মহামারির কারণে তাদের ব্যবসা প্রায় ৪০ ভাগ হ্রাস পেয়েছে। একই ভাবে ২০১৯-২০ সালে শেয়ার প্রতি অ্যাপেক্সের আয় কমে ৫.৬২ টাকায় এসে দাঁড়িয়েছিল। যেখানে এর আগের অর্থ বছরে এর পরিমাণ ছিল ১০.৯১ টাকা। তবে ২০২০-২১ এর জুলাই-সেপ্টেম্বর প্রান্তে শেয়ার প্রতি অ্যাপেক্সের বেড়ে আয় প্রায় দ্বিগুন হয়ে গেছে।
অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মনজুর বলেছেন, নেপালের কাস্টমারদের কাছ থেকে তারা বেশ ভাল সাড়া পাচ্ছেন। শীঘ্রই নেপালে তারা আরো দুটো আউটলেট খোলার পরিকল্পনা করেছেন।