Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
অটোমোবাইল শিল্পে বিনিয়োগে কোরিয়ার আগ্রহ প্রকাশ

রোববার

২৪ নভেম্বর ২০২৪


১০ অগ্রাহায়ণ ১৪৩১,

২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অটোমোবাইল শিল্পে বিনিয়োগে কোরিয়ার আগ্রহ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:৩৮, ২১ অক্টোবর ২০২০  
অটোমোবাইল শিল্পে বিনিয়োগে কোরিয়ার আগ্রহ প্রকাশ

ঢাকা(২১ অক্টোবর): বাংলাদেশে অটোমোবাইল শিল্পে  সরাসরি বা যৌথ উদ্যোগে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া। 

গত মঙ্গলবার রাজধানীর মতিঝিলে নতুনভাবে সংস্কারকৃত ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি শেখ ফজলে ফাহিমের সাথে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার হাই কমিশনার লি জ্যাং কেয়ান সৌজন্য সাক্ষাতকালে তিনি এ আগ্রহ প্রকাশ করেন। 

এফবিসিসিআই জানায়, এই বৈঠকের মূল আকর্ষণ ছিলো অটোমোবাইল শিল্পের খুচরা যন্ত্রাংশ তৈরিতে সরাসরি বিদেশী বিনিয়োগ বা যৌথ উদ্যোগে কোরিয়ার আগ্রহ প্রকাশ, প্রযুক্তি কেন্দ্রে এর সম্ভাব্য অবদান, স্টার্টআপ ইকোসিস্টেমে অ্যাক্সেস সুবিধা প্রদান এবং একই সাথে বিকল্প বিরোধ নিষ্পত্তি কেন্দ্রের (অলনারনেট ডিসপ্যুট  রেসল্যুশন সেন্টার) জন্য মধ্যস্থতাকারী প্রদানের জন্য অনুরোধ করেন। 

এছাড়া চতুর্থ শিল্প বিপ্লবের (৪ আইআর) সাথে সামঞ্জস্য রেখে দক্ষ শ্রমিকদের দক্ষতা বাড়াতে বাংলাদেশকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার হাই কমিশনার লি জ্যাং কেয়ান।

এসময় এফবিসিসিআই সভাপতি দক্ষিণ কোরিয়ার হাইকমিশনারকে এফবিসিসিআই ইমপ্যাক্ট ৪.০ সম্পর্কে অবহিত করেন। যার মধ্যে আছে এফবিসিসিআই এডিআর সেন্টার, টেক সেন্টার, স্কিল ল্যাব, এফবিসিসিআই ইনস্টিটিউট, এফবিসিসিআই ইউনিভার্সিটি, ইকোনমিক অ্যান্ড অ্যাপ্লাইড রিসার্চ সেন্টার, মাল্টিপারপাস ওয়ার্কশপ/সেমিনার/স্কিলস অডিটোরিয়াম ও বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সাথে পার্টনারশিপে ফেডারেশনের সক্ষমতা বৃদ্ধি এবং এলডিসি ও এসডিজি ২০৩০ বাস্তবায়নের রোডম্যাপ ইত্যাদি। বাংলাদেশের উন্নয়ন গতিপথের সাথে সামঞ্জস্য রেখে বর্তমান এফবিসিসিআই বোর্ড এফবিসিসিআই ভিশন ২০৪১ চালু করেছে, যা ইমপ্যাক্ট ৪.০ উদ্যোগ নিয়ে গঠিত।

পাশাপাশি এফবিসিসিআই সভাপতি কোরিয়ার হাই কমিশনারের সাথে কোভিড-১৯ মহামারিতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর উল্লেখযোগ্য অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ড তুলে ধরেন। পাশাপাশি তারা উভয়  দেশের বাইল্যাটেরাল ভ্যালু চেইন ইনিশিয়েটিভস,কুটনৈতিক সম্পর্ক, কেসিসিআই, কেওআইএমএ, কেআইটিএ'কে সম্পৃক্ত করে বাণিজ্য চুক্তি; কোভিড-১৯ সম্পৃক্ততা, বিনিয়োগে প্রণোদনা; জ্ঞান বিনিময়ের মাধ্যমে টিভিইটি দক্ষতা উন্নয়ন এবং শ্রমিক অভিবাসন বিষয়ে আলোচনা করেন। এফবিসিসিআই ইমপ্যাক্ট ৪.০ সহ বিভিন্ন বিষয়ে দৃঢ় ও শক্তিশালী সহযোগিতায় সম্পৃক্ত হওয়ার ব্যাপারে দুই দেশই আশাবাদী।

এসময় এম্ব্যাসি অব রিপাবলিক অব কোরিয়া (আরওকে)-এর কমার্সিয়াল সেকশনের ট্রেড রিপ্রেজেন্টেটিভ জং ওন কিম ও ডেপুটি চিফ অব মিশন কাউন্সিল চিওল-স্যাং কিম সহ এফবিসিসিআই-এর সহ সভাপতি রেজাউল করিম  রেজনু, মীর নিজাম উদ্দিন আহমেদ, নিজামুদ্দিন রাজেশ এবং পরিচালক সুজিব রঞ্জন দাশ, মুনির হোসাইন ও সালাউদ্দিন আলমগীর উপস্থিত ছিলেন। 

এছাড়া চট্টগ্রামের কোরিয়ান অনারারি কনস্যুল হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়