শুক্রবার

২০ সেপ্টেম্বর ২০২৪


৫ আশ্বিন ১৪৩১,

১৬ রবিউল আউয়াল ১৪৪৬

করোনাভাইরাস: বাংলাদেশে এফডিআই কমেছে ৩৯ শতাংশ

|| বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:৫৬, ২৫ নভেম্বর ২০২০  
করোনাভাইরাস: বাংলাদেশে এফডিআই কমেছে ৩৯ শতাংশ

ছবি: ফাইল ফটো

ঢাকা (২৫ নভেম্বর): বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) ২০১৯ অর্থ বছরের তুলনায় ২০২০ অর্থ বছরে ৩৯ শতাংশ হ্রাস পেয়েছে। এ সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।   

করোনাভাইরাসের প্রভাবের কারণেই মূলত এ অবস্থার সৃষ্টি হয়েছে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ এ ভাইরাস প্রতিহত করতে এ বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত তিন থেকে পাঁচ মাসের লকডাউন দিয়েছিল। এ লকডাউনের কারণে সারা বিশ্বে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছিল। ফলে বিশ্বের বহুজাতিক প্রতিষ্ঠানগুলো তাদের বিনিয়োগ হয় কমিয়ে এনেছে অথবা প্রত্যাহার করেছে।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে দেখা যাচ্ছে ২০২০ সালের প্রথম ছয় মাসে ২০১৯ সালের একই সময়ের তুলনায় এফডিআই প্রবাহ ১ দশমিক ৭০ বিলিয়ন ডলার থেকে ১ দশমিক ১৯ বিলিয়ন ডলারে নেমে এসেছে। এছাড়া পরিসংখ্যানে আরো দেখা গেছে ২০১৯ সালের শেষ ছয় মাস এবং ২০২০ অর্থ বছরের প্রথমার্ধে এফডিআই প্রবাহ ১ দশমিক ১৮ বিলিয়ন ডলার রেকর্ড করা হয়েছে।

অর্থাৎ গেল অর্থ বছরে দেশে আসা নীট এফডিআই প্রবাহের পরিমাণ ছিল ২ দশমিক ৩৭ বিলিয়ন ডলার। ২০১৯ অর্থ বছরে এর পরিমাণ ছিল ৩ দশমিক ৮৯ বিলিয়ন ডলার।

এফডিআইয়ের সার্ভের ভিত্তিতে কেন্দ্রিয় ব্যাংকের হিসেব অনুযায়ী ২০২০ অর্থ বছরে মোট এফডিআই প্রবাহের পরিমান রেকর্ড করা হয়েছিল ৩ দশমিক ২৩ বিলিয়ন ডলার। তখন বিলগ্নিকৃত অর্থের পরিমাণ ধরা হয়েছিল ০ দশমিক ৮৬ বিলিয়ন ডলার।

এর আগে গত মাসের শেষের দিকে ইউএনসিটিএডি (ইউনাইটেড নেশন্স কনফারেন্স অন ট্রেড এন্ড ডেভলপমেন্ট) জানিয়েছিল বাংলাদেশে এফডিআইয়ের প্রবাহ ১৯ শতাংশ হ্রাস পেয়েছে। দেশের এফডিআই প্রবাহের প্রথম চার মাসের তথ্যের ভিত্তিতেই ইউএনসিটিএডি এ ত্য জানিয়েছিল।  

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়