বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ৪১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে
|| বিজনেস ইনসাইডার
ছবি: ফাইল ফটো
ঢাকা (২৫ নভেম্বর): বৈদেশিক মুদ্রার রিজার্ভ আজ আবার ৪১ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। দেশে রেমিটেন্স আসার পরিমাণ বেড়ে যাওয়ায় বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ।
মঙ্গলবার বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমান ছিল ৪০.৯৯ বিলিয়ন ডলার। তা থেকে বুধবার এর পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪১ বিলিয়ন ডলারের বেশি।
বাংলাদেশ ব্যাংকের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, গত কয়েক মাস ধরে আমদানি খাতে ব্যয় কম হওয়ায় অর্থনীতিতে চাপ কম ছিল। এছাড়া দেশে রেমিটেন্স আসার পরিমাণও বেশ ভাল ছিল। তাই বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪১ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। বাণিজ্যিক ব্যাংক থেকে সরাসরি ডলার কেনার বিষয়টিও এ লক্ষ্যে পৌছাতে সহায়ক ভূমিকা পালন করেছে বলে তিনি উল্লেখ করেন।