নতুন বছরে আরও দুটি উড়োজাহার পাচ্ছে বিমান
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: বাংলাদেশ বিমান (সংগৃহীত)
ঢাকা(২৮ নভেম্বর): নতুন বছরে আরো দুটি উড়োজাহাজ পাচ্ছে বিমান বাংলাদেশ। দুটির একটি আসছে আগামী জানুয়ারি মাসে, অন্যটি ফেব্রুয়ারিতে। এই নতুন দুটি উড়োজাহাজ হচেছ কানাডার নির্মিত ড্যাশ ৮-৪০০।
এর আগে গত ২৪ নভেম্বর বিমানে বহরে যুক্ত হয়েছে প্রথম ড্যাশ-৮। এর ফলে বিমান বহরে বর্তমানে মোট উড়োজাহাজের সংখ্যা ১৯। নতুন দুটো উড়োজাহাজের নামকরণ এখনও চূড়ান্ত হয়নি। বিমানের সংশ্লিষ্ট কর্মকর্তা এতথ্য জানান।
ওই কর্মকর্তা জানায়, কানাডার বিখ্যাত নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড থেকে ৭৪ আসনবিশিষ্ট ড্যাশ ৮-৪০০ মডেলের উড়োজাহাজটি কিনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জি-টু-জি ভিত্তিতে কেনা তিনটি উড়োজাহাজের মধ্যে প্রথমটি এরই মধ্যে বিমানের বহরে যোগ হয়েছে।
দ্বিতীয় ও তৃতীয় ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ দুটি যথাক্রমে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বিমান বহরে যুক্ত হবে। নতুন উড়োজাহাজ বহরে সংযোজনের মাধ্যমে অভ্যন্তরীণ ও স্বল্প দুরত্বের আঞ্চলিক ও আন্তর্জাতিক গন্তব্যে বিমানের সাপ্তাহিক চলাচলের পরিমান বাড়ানো হবে।
এদিকে কানাডা থেকে আসা প্রথম ড্যাশ-৮ এর নামকরণ করা হয়েছে ধ্রুবতারা। উড়োজাহাজটির আনুষ্ঠানিক উড্ডয়ন যাত্রা শুরুর আগে সিভিল এভিয়েশনের অনুমোদনসহ অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। নতুন এই উড়োজাহাজটিও শীঘ্রই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
সংশ্লিষ্টরা জানান, উদ্বোধনের পর এটিকে আভ্যন্তরীণ রুটে ব্যবহার করা হবে। এতে অভ্যন্তরীণ রুটের সিডিউল আগের তুলনায় আরও নিয়মিতভাবে বজায় রাখা সহজ হবে। বর্তমানে দুটো ড্যাশ- ৮ দিয়ে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট অপারেট করা হচ্ছে।
জানা গেছে, নতুন এ উড়োজাহাজটিরও নামকরণ করেছেন প্রধানমন্ত্রী। কবে নাগাদ এটা উদ্বোধন করা হবে জানতে চাইলে বিমানের এমডি মোঃ মোকাব্বির হোসেন বিজনেসইনসাইডারবিডি’কে বলেন, আমরা অপেক্ষায় আছি। প্রধানমন্ত্রী যখনই সিডিউল দেবেন তখনই তা উদ্বোধন করা হবে। আমাদের দিক থেকে সব ধরনের প্রস্তুতি রয়েছে।
তিনি জানান, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আরো দুটি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ বিমান বহরে যুক্ত হবে।