করদাতাদের রিটার্ন দাখিলে সময় বাড়ছে
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ফাইল ছবি
ঢাকা (২৯ নভেম্বর): করদাতাদের আয়কর রিটার্ন জমা দেয়ার সময় বাড়ছে। ৩০ নভেম্বর সোমবারের মধ্যে রিটার্ন জমা দেয়ার নির্দেশ থাকলেও করোনাভাইরাস সংক্রমণ ফের বাড়তে থাকায় রিটার্ন দাখিলের সময় বাড়ানো হবে বলে জানা গেছে। এ বিষয়ে রোববার সকালে সংবাদ সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের ঘোষণা আসছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
নাম প্রকাশে অনেচ্ছুক এনবিআরের একাধিক কর্মকর্তা বলেছেন, যারা ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দিতে পারবেন না বা দেবেন না, তারা বাড়তি সময় পেতে চলেছেন। সেটা এক-দুই মাস সময় বাড়িয়ে দেওয়া হতে পারে। আবার এই এক-দুই মাস জরিমানা ছাড়া রিটার্ন জমা নেওয়ার ঘোষণাও দেওয়া হতে পারে।
আয়কর বিভাগের একজন কর্মকর্তা বলেন, “অর্থমন্ত্রী চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার আগে শনিবার করদাতাদের রিটার্ন জমা দেওয়ার বাড়তি সময় দিতে অনুমতি দিয়ে গেছেন। সেই বিষয়টিই রোববার সকালে সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হবে।”