শুক্রবার

২০ সেপ্টেম্বর ২০২৪


৫ আশ্বিন ১৪৩১,

১৬ রবিউল আউয়াল ১৪৪৬

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ছে না: এনবিআর

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:১৭, ২৯ নভেম্বর ২০২০   আপডেট: ২০:২৫, ২৯ নভেম্বর ২০২০
আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ছে না: এনবিআর

ছবি: বিজনেস ইনসাইডার

ঢাকা(২৯ নভেম্বর) : এ বছর আয়কর রির্টান দাখিলের সময় বাড়ছে না বলে জানিয়েছেন জাতয়ি রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা রহমাতির মুনিম। 

আগামীকাল ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস ২০২০ উদযাপন উপলক্ষে রবিবার জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে মাসব্যাপী করসেবা প্রদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ২৬ নভেম্বর পর্যন্ত রিটার্ন জমা ১৩ লাখ ২০ হাজার। পরিশোধিত কর ২ হাজার ৩৮৭ কোটি টাকা। তবে আমাদের সক্ষমতা বাড়লেও কাংখিত মাত্রায় আয়করের ক্ষেত্র বাড়েনি। 

তিনি বলেন, রিটার্ন জমা দেয়ার শেষ সময় ৩০ নভেম্বর পর্যন্ত  থাকছে। নির্ধারিত সময়ে যারা আয়কর রিটার্ন দিতে পারবেন না, তারা সংশ্লিষ্ট কর অফিসে আবেদন করতে পারবেন। তবে দুই শতাংশ জরিমানা বিষয়টি বাধ্যতামুলক নয়। গ্রাহক সঠিক সময়ে কেন রিটার্ন জমা দিতে পারেনি। তার যৌক্তিক কারণ দেখাতে পারলে জরিমানা মওকুফ করা হবে। কমিশনারের কাছে যদি কারণ যৌক্তিক মনে না হয়,তবে জরিমানা গুণতে হবে।

তিনি বলেন, টিআইএনধারীদের রিটার্ন দেয়া বাধ্যতামূলক। না দিলে জরিমানা গুনতে হবে। আয়কর আইন অনুযায়ী  উপকর কমিশনার করদাতার আবেদনের প্রেক্ষিতে রিটার্ন জমার জন্য সময় দিতে পারে। তবে করদাতাকে দুই শতাংশ হারে জরিমানা দিতে হবে।
 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়