৪২ কোটি টাকা নতুন বিনিয়োগ করবে অলিম্পিক
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (সংগৃহীত)
ঢাকা (৩০ নভেম্বর): পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নতুন যন্ত্রপাতি আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি বিস্কুট উৎপাদনের জন্য এক দশমিক ৮০ মিটার প্রস্থের ক্রাকার অ্যান্ড হার্ড বিস্কুট লাইন আমদানি করবে। ডিএসই এর ওয়েবসাইট থেকে এতথ্য জানা গেছে।
জানা গেছে, এছাড়া কোম্পানিটি প্যাকেজিং যন্ত্রপাতি, আটা এবং হ্যান্ডেলিং সিস্টেমস এবং গ্যাস জেনারেটরও আমদানি করবে। এসব যন্ত্রপাতি ইতালি, চীন, হংকং, ভারত এবং কিছু যন্ত্রপাতি স্থানীয় বাজার থেকে আমদানি করবে।
এসব নতুন যন্ত্রপাতি কিনতে কোম্পানিটির ৪২ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এই প্রকল্পে কোম্পানিটি ব্যাংক এবং নগদ ক্যাশ থেকে অর্থায়ন করা হবে।
নতুন ক্রাকারের মাধ্যমে কোম্পানিটি বছরে প্রায় ১২ হাজার ৪৪২ মেট্রিক টন হার্ড ডোর বিস্কুট উৎপাদন করতে পারবে। কোম্পানিটির বিদ্যমান উৎপাদন সুবিধা এবং আসন্ন উৎপাদন ব্যবস্থা কাজে লাগিয়ে বছরে ১ লাখ ২৯ হাজার ৬৫৬ মেট্রিক টন বিস্কুট এবং বেকারি আইটেম উৎপাদন করা যাবে।
কোম্পানিটির এমন সিদ্ধান্তে ব্যয় নিয়ন্ত্রণ, পণ্যের মান স্থিতিশীল এবং উচ্চ মান সম্পন্ন পণ্য উৎপাদন করতে সাহায্য করবে। একইসঙ্গে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের উৎপাদন ক্ষমতাও বাড়বে।
কোম্পানিটি আরও জানায়, তাদের বিদেশি শেয়ারহোল্ডার কিংসওয়ে ফান্ড-ফর্নটিয়ার কনজিউমার ফ্রান্সিস ২ কোটি ২৭ লাখ ৫৪ হাজার ৯৫২টি শেয়ার ধারণ করছে কোম্পানির। প্রতিষ্ঠানটি অলিম্পিকের ১১ দশমিক ৩৮ শতাংশ শেয়ারের মালিক।
কোম্পানিটি বিদেশি শেয়ারহোল্ডারের অনুরোধে তানভীর আলীকে মনোনীত পরিচালক হিসাবে নিয়োগ দিয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদ মনোনীত পরিচালককে অনুমোদন দিয়েছে।