বৃহস্পতিবার

১৯ সেপ্টেম্বর ২০২৪


৪ আশ্বিন ১৪৩১,

১৫ রবিউল আউয়াল ১৪৪৬

বাণিজ্যিক ব্যাংকের লাইসেন্স পাচ্ছে সিবিএল

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০৪:৫৪, ৮ ডিসেম্বর ২০২০  
বাণিজ্যিক ব্যাংকের লাইসেন্স পাচ্ছে সিবিএল

ফাইল ছবি

ঢাকা (০৭ ডিসেম্বর): বাণিজ্যিক ব্যাংকের লাইসেন্স পেতে যাচ্ছে প্রস্তাবিত সিটিজেনস ব্যাংক লিমিটেড (সিবিএল)। সোমবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে ব্যাংকটিকে লাইসেন্স দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

সিটিজেনস ব্যাংককে লাইসেন্স দেওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বিজনেসইনসাইডার'কে জানান, আগ্রহপত্রের শর্ত পূরণ করায় প্রস্তাবিত সিটিজেনস ব্যাংককে লাইসেন্স দেয়ার বিষয়ে একমত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ।

জানা গেছে, সিটিজেনস ব্যাংককে লেটার অব ইনটেন্ট বা আগ্রহপত্র দেওযার পর প্রয়োজনীয় শর্ত পূরণ করতে সময় দেয় বাংলাদেশ ব্যাংক। দুই দফায় সময় বাড়িয়ে অবশেষে সব শর্ত পূরণ করে প্রস্তাবিত ব্যাংকটি। শর্ত পূরণ করার পরে লাইসেন্স দেয়ার বিষয়ে একমত হয় বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ।

সোমবার দুপুর ২টায় বাংলাদেশ ব্যাংকে পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হয়। গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো, রহমাতুল মুনেম, অর্থমন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, মাহবুব আহমেদ, এ কে এম আফতাব উল ইসলাম ও মো. নজরুল হুদা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সোমবার বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভায় সিটিজেনস ব্যাংকের ব্যবসায়ীক পরিকল্পনা উপস্থাপন করা হয়। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপিত হয় ব্যাংকটির সকল তথ্য। এসময় ব্যাংকটির ব্যবসায়িক পরিকল্পনার উপর বাংলাদেশ ব্যাংকের একটি পর্যবেক্ষণও তুলে ধরা হয়। যেটি করা হয়েছিল একটি কমিটির মাধ্যমে। এরপরই ব্যাংকটিকে অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সদস্যরা।

বাংলাদেশ ব্যাংকের দেয়া লেটার অব ইনটেন্টের শর্ত পূরণের ছাড়পত্র পাওয়ার পর অন্যান্য প্রস্তুতি নিতে হবে সিটিজেনস ব্যাংককে। এসব বাণিজ্যিকভাবে কার্যক্রম চালানোর প্রস্তুতি সম্পন্ন করার পরই চূড়ান্ত অনুমোদন দিবে বাংলাদেশ ব্যাংক।

নতুন ব্যাংক হিসেবে সিটিজেনস ব্যাংক অনুমোদন পাওয়ার পর দেশে মোট বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা দাঁড়াবে ৬১টিতে। ২০০৯ সাল থেকে ক্ষমতাসীন বর্তমান সরকার তিন মেয়াদে ১৪টি ব্যাংকের অনুমোদন দিল। ১৯৯৬-২০০১ মেয়াদে লাইসেন্স দেয় ১৩টি ব্যাংকের।

সর্বশেষ একসঙ্গে ৩টি ব্যাংকের অনুমোদন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো। এগুলো হল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, সিটিজেন ব্যাংক ও পিপলস ব্যাংক। এরমধ্যে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক চূড়ান্ত লাইসেন্স নিয়ে বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে। পিপলস ব্যাংক এখনো শর্ত পূরণ করতে পারেনি লেটার অব ইনটেন্টের।

নতুনভাবে অনুমোদন দেয়া এসব ব্যাংকগুলোর প্রাথমিকভাবে পরিশোধিত মূলধন হচ্ছে ৪০০ কোটি টাকা। অনুমোদনের দুই বছরের মধ্যে পরিশোধিত মূলধন ৫০০ কোটি টাকায় উন্নীত করতে হবে।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়