শুক্রবার

২০ সেপ্টেম্বর ২০২৪


৫ আশ্বিন ১৪৩১,

১৫ রবিউল আউয়াল ১৪৪৬

দেশে ফিরেননি পি কে হালদার

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:৩১, ২৫ অক্টোবর ২০২০  
দেশে ফিরেননি পি কে হালদার

ছবি: ফাইল ফটো

ঢাকা(২৫ অক্টোবর): দেশে ফেরার দিনক্ষণ ঠিক করার পরেও প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার) আসেননি। আজ রবিবার সকালে তার দেশে ফেরার কথা ছিল। দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে কয়েক হাজার কোটি টাকা আত্নসাত  করে বিদেশে পালিয়ে আছেন তিনি। 

তার না ফেরার তথ্য জানিয়ে গতকাল অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও দুর্নীতি দমন কমিশনে (দুদক) মেইল করেছেন ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের (আইএলএফএসএল) আইনজীবী।

পি কে হালদার জালিয়াতির মাধ্যমে ইন্টারন্যাশনাল লিজিং থেকে নামে-বেনামে প্রায় আড়াই হাজার কোটি টাকা  বের করে নেন। এ কারণে গ্রাহকের আমানতের টাকাও ফেরত দিতে পারছিল না প্রতিষ্ঠানটি। তার কারণে ইন্টারন্যাশনাল লিজিং সহ  আরো কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান বিপদে পড়ে। এ অবস্থায় টাকা ফেরত পেতে ইন্টারন্যাশনাল লিজিংয়ের একাধিক গ্রাহক আদালতের শরণাপন্ন হন।

পি কে হালদার পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএলএফএসএলের ব্যবস্থাপনা পরিচালক থাকা অবস্থায় তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ ওঠে। পরে গ্রাহকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে চলতি বছরের শুরুতে পি কে হালদার দেশ ছাড়ার পর তার বিরুদ্ধে ৩০০ কোটি টাকার অবৈধ সম্পদের খবর দিয়ে মামলা করে দুদক।

আত্মসাৎ করা অর্থ ফেরত দিতে জীবনের নিরাপত্তার জন্য পি কে হালদার আদালতের আশ্রয়ে দেশে ফিরতে চান জানিয়ে হাইকোর্টে আবেদন করেছিল আইএলএফএসএল। এতে বলা হয়েছিল, ২৫ অক্টোবর দুবাই থেকে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকায় আসার জন্য তিনি টিকিট কেটেছেন। বাংলাদেশ সময় সকাল ৮টা ১০ মিনিটে ওই ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে। সে হিসেবে আদালত ও আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দিয়েছিলেন। তবে পূর্বনির্ধারিত সময়ের এক দিন আগে জানা গেল এখনই দেশে ফিরছেন না পি কে হালদার।

আইএলএফএসএলের আইনজীবীর কাছ থেকে মেইল পাওয়ার কথা স্বীকার করে অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন সাংবাদিকদের জানান, আইএলএফএসএলের যে আইনজীবী উনি জানিয়েছেন যে পি কে হালদার নাকি আসবেন না। 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়