উর্ধমুখী সূচকে লেদদেন চলছে
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: বিজনেস ইনসাইডার
ঢাকা (১৪ ডিসেম্বর): ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) উর্ধমুখী মূল্য সূচকে লেনদেন চলছে। সোমবার ডিএসইতে অংশ নেওয়া অধিকাংশ শেয়ারেই দাম বেড়েছে। বেলা সাড়ে ১১ টা পর্যন্ত ডিএসইতে ২৮৬ কোটি ২৩ লাখ টাকার শেযার লেনদেন হয়েছে।
ডিএসই’র বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, ডিএসই প্রধান সূচক ২৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৫১ পয়েন্টে অবস্থান করছে। আর অন্য সূচকের গুলোর মধ্যে ডিএসইএসের সূচক বেড়েছে ৯ পয়েন্ট। এছাড়া ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে হয়েছে ১ হাজার ৮০৯ পয়েন্টে।
সোমবার ডিএসইতে মোট ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ১৭৬টির এবং কমেছে ৮১টি কোম্পানীর। অপরিবর্তিত রয়েছে ৮৯টির।