পেঁয়াজ-আলুসহ অধিকাংশ সবজির দাম বেড়েছে
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: বিজনেস ইনসাইডার
ঢাকা (১৯ ডিসেম্বর): বাজারে পুরাতন পেঁয়াজের সংকট, নতুন পেঁয়াজের চাহিদা কম ও আমদানি কমে যাওয়ায় আবারও দাম বেড়েছে। এছাড়া প্রায় সব ধরনের শীতের সবজির দাম বেড়েছে। পেঁয়াজ গড়ে ১৫ থেকে ২০ টাকা, আলু ৫ থেকে ১০ টাকা বেড়েছে। প্রায় সবধরনের সবজিতে গড়ে বেড়েছে ৫ টাকা থেকে ৭ টাকা । কাওরানবাজার, কৃষি মার্কেট, মিরপুর ১ নাম্বার কাঁচাবাজার সরেজমিন ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।
মোহাম্মদপুর কৃষি মার্কেটের খুচরা পেঁয়াজ বিক্রেতা মেহেদি হাসান বিজনেসইনসাইডার’কে জানান, গত সপ্তাহের শুরুতে আলু, পেঁয়াজের সরবরাহ ভাল থাকায় দাম কিছুটা কম ছিল, তবে শেষের দিকে সরবরাহ কমে যায় এবং দাম বেড়ে যায়। তিনি আরও বলেন, আমদানিকৃত পেঁয়াজের স্টক কমে যাওয়া এবং পুরাতন পেঁয়াজের চাহিদা বেশী থাকায় মার্কেটে পেঁয়াজের দাম বেশী । কাওরান বাজার, মিরপুর-১ কাঁচা বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরাও একই কথা জানান।
সরেজমিন বাজার ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, গত সপ্তাহের শুরুতে দেশী পেঁয়াজ কেজি প্রতি ৫০ থেকে ৫৫ টাকা বিক্রি হলেও শনিবার খুচরা বাজারে নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকা এবং পুরাতন পেঁয়াজ ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে । অপরদিকে পাইকারি বাজারে দেশি নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৪৫-৫০ টাকায়, দেশি পুরাতন পেঁয়াজ ৫৫-৬০ টাকা, ও আমদানিকৃত পেঁয়াজ ৩০-৪০ টাকায়। এখানে উল্লেখ্য, পাইকারি বাজারে ৫ কেজির নিচে কোন ধরনের পেঁযাজ বিক্রি করে না।
এছাড়া পুরাতন আলু ৪০ থেকে ৪৫ টাকা আর নতুন আলু ৫০ থেকে ৫৫ টাকার মধ্যে। গত সপ্তাহে কাঁচা মরিচ প্রতি কেজি ৯০ থেকে ১০০ টাকা বিক্রি হলেও আজকে ১১০ থেকে ১২০ টাকা। শিম ২৫ টাকা থেকে ৩০ টাকা, লাউ ৩০ টাকা থেকে বেড়ে ৩৫ টাকা, মুলা ১৫ টাকা থেকে বেড়ে ২০ টাকা, পাকা টমেটো ৯৫ টাকা থেকে বেড়ে হয়েছে ১১৫ টাকা, গাজর আগে ছিল ৪০ টাকা তবে আজকে বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা। বাঁধাকপি ২০ টাকা থেকে হয়েছে ৩০ টাকা, ফুলকপি, করলাতে বেড়েছে ৫ টাকা।
অন্যদিকে, লম্বা বেগুনে ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা, ঢেঁড়স আগে ৫৫ টাকা বিক্রি হলেও আজকে ৩০ থেকে ৩৫ টাকা, ব্রকোলি ৭০ টাকা থেকে কমে প্রতিটি ৫০ টাকায় পাওয়া যাচ্ছে । তবে আগের দামেই বিক্রি হচ্ছে, ,কাঁচা পেঁপে ৩০ টাকা থেকে ৩৫ টাকা, চিচিঙ্গা ৩০ থেকে ৪৫ টাকা।
জাপান গার্ডেন সিটি থেকে কৃষি মার্কেটে বাজার করতে এসে মোঃ শহিদুল ইসলাম বিজনেসইনসাইডার’কে জানান, প্রতিদিন ভিন্ন ভিন্ন দামে আলু, পেঁয়াজ কিনতে হচ্ছে, কোনদিন কম, আবার কোনদিন বেশী। আমরা সাধারণ মানুষ ব্যবসায়ীদের কাছে এক প্রকার জিম্মি । কোন কিছু করার নাই আমাদেরতো খেতে হবে।