কোভিড-১৯ ভ্যাকসিন ক্রয়ে ৭৩৫ কোটি টাকা বরাদ্দ
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
গ্রাফিক্স বিজনেস ইনসাইডার
ঢাকা (২০ ডিসেম্বর): করোনাভাইরাস প্রতিরোধে কোভিড-১৯ প্রতিরোধক ভ্যাকসিন কিনতে সাতশ ৩৫ কোটি ৭৬ লাখ ৮২ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। রবিবার স্বাস্থ্য মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অনকূলে এই টাকা বরাদ্দ দেয় অর্থ মন্ত্রনালয়। অর্থ মন্ত্রনালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তা এতথ্য জানান।
ওই কর্মকর্তা জানান, বরাদ্দকৃত টাকায় কোভিট-১৯ প্রতিরোধক ভ্যাকসিন ক্রয়, পরিবহন খরচসহ কোল্ড চেইনে পৌঁছানো পর্যন্ত সকল খরচের জন্য এই টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ওষুধ ও প্রতিষেধক ক্রয় ৬৪৩ কোটি ১১ লাখ ৩২ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
এছাড়া ব্যয়ের অন্যান্য খাতের মধ্যে রয়েছে, হায়ারিং চার্জ ছয় লাখ ৮০ হাজার, পণ্যের ভাড়াও পরিবহন ব্যয় দুই কোটি ৯৮ লাখ ৪৪ হাজার, প্রশিক্ষণ ব্যয় ১২ কোটি ৮০ লাখ ৩৭ হাজার, চিকিৎসা ও শল্য চিকিৎসা সরজ্ঞামাদি খাতে ৫৬ কোটি ৫৩ লাখ ৮৮ হাজার, মুদ্রণ ও বাঁধাই খাতে ছয় কোটি ২৬ লাক এক হাজার, সম্মানি বাবদ দুই কোটি টাকা, প্রকৌশলী এবং অন্যান্য সরজ্ঞামে ১০ কোটি এবং ডাটাবেজ তৈরি করতে দুই কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এর আগে গত ১৬ নভেম্বর কোভিট-১৯ ভ্যাকসিন ক্রয়ে প্রতমবারের মতো ৭৩৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিলো।
প্রসঙ্গত, দেশে রবিবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৯ লাখ ৯ হাজার ৫৬০জন। এর মধ্যে মারা গেছেন সাত হাজার ২৪২ জন এবং সুস্থ হয়েছে ৪৩ লাখ ৫ হাজার ৬০১ জন। আর দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০ লাখ ৬২ হাজার ৩৬৪ জন।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম করোনাভাইরাসে মৃত্যুর খবর পাওয়া যায়।
গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ কোভিড ১৯-কে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।