Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
বিকাশেই কর্ণফুলী গ্যাসের বিল পরিশোধ

বৃহস্পতিবার

১৪ নভেম্বর ২০২৪


৩০ কার্তিক ১৪৩১,

১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিকাশেই কর্ণফুলী গ্যাসের বিল পরিশোধ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:৫৯, ২৪ ডিসেম্বর ২০২০  
বিকাশেই কর্ণফুলী গ্যাসের বিল পরিশোধ

ছবি: সংগৃহীত

ঢাকা (২৪ ডিসেম্বর): কর্ণফুলী গ্যাসের আবাসিক সংযোগের বিল এখন থেকে বিকাশেই পরিশোধ করা যাবে। চট্টগ্রামসহ আশেপাশের ১১টি উপজেলার কর্ণফুলী গ্যাসের প্রায় ছয় লাখ আবাসিক গ্রাহক যে কোন সময় বিকাশ অ্যাপ দিয়ে সহজে, নিরাপদে, মুহুর্তেই বিল পরিশোধ করতে পারবেন। বৃহস্পতিবার বিকাশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

চট্টগ্রাম শহর, সীতাকুণ্ড, মীরসরাই, হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, পটিয়া, বোয়ালখালি, আনোয়ারা, ফটিকছড়ি, কাপ্তাই এবং রাঙ্গামাটি হিল ট্র্যাকস এর কেপিএম এলাকার বিশাল সংখ্যক গ্রাহক এ থেকে এ সুযোগ পাবেন। বিশেষ করে করোনাকালীন এই সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখেও নিরবচ্ছিন্ন গ্যাস সেবা ব্যবহার করা আরো সহজ হবে।

বিল পরিশোধ করতে বিকাশ অ্যাপের পে-বিল আইকন থেকে গ্যাস নির্বাচন করতে হবে। এরপর কর্ণফুলী গ্যাস নির্বাচন করবেন। পরের ধাপে মাস নির্বাচন করতে হবে।  এরপর কাস্টমার কোড ও মোবাইল নম্বর দিতে হবে। সবশেষে বিকাশ পিন দিয়ে প্রক্রিয়া শেষ করতে হবে। এছাড়া বিকাশ *২৪৭# দিয়েও গ্রাহক এই বিল পরিশোধ সেবাটি ব্যবহার করতে পারবেন। বিলের পরিমানের সাথে ১শতাংশ হারে সর্বোচ্চ ৩০টাকা পর্যন্ত সার্ভিস চার্জ যুক্ত হবে।

বিল দেওয়ার পর গ্রাহক পরিবেশবান্ধব ডিজিটাল রিসিট পেয়ে যাবেন যা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে পারবেন। নিজের সুবিধার্থে কাস্টমার গ্যাস অ্যাকাউন্টের তথ্যও বিকাশ অ্যাপে সেভ করে রাখতে পারবেন যা পরবর্তীতে বিল প্রদান আরো সহজ করবে।

বর্তমানে তিতাস, জালালাবাদ, সুন্দরবন ও পশ্চিমাঞ্চল গ্যাসের বিলও বিকাশে পরিশোধ করা যায়। এছাড়া সারাদেশের সব ধরনের বিদ্যুৎ বিল বিকাশে পরিশোধ করা যায়। ওয়াসা, বিটিসিএল টেলিফোন বিল ও ইন্টারনেট বিলসহ সবচেয়ে বেশি সংখ্যক ইউটিলিটি সেবার বিল কেবল বিকাশ দিয়েই পরিশোধ করা যায়।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়