ই-কমার্সে আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ম শিথিল
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
ঢাকা (২৪ ডিসেম্বর): ই-কমার্স কোম্পানিগুলোর আন্তর্জাতিক বাণিজ্যে আর্থিক লেনদেনের নিয়ম আরো সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে হাতে পণ্য পেয়ে অর্থ পরিশোধের মাধমে ৫০০ ডলার মূল্যের পণ্য পর্যন্ত কেনা যাবে।
এতোদিন কেবল পণ্য পাঠানোর আগে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ পরিশোধ করতে হতো। এরপর বিদেশ থেকে কোন পণ্য আনা যেত।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ই-কমার্স ওয়েবসাইট থেকে যাতে সহজে দেশের বাইরের ক্রেতারা পণ্য নিতে পারেন সে লক্ষ্যে এ ধরণের বাণিজ্যকে উৎসাহিত করতেই কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।
এখন থেকে ইন্টারন্যাশনাল কার্ড, অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডার, ডিজিটাল ওয়ালেট এবং অন্যান্য বৈধ অর্থ পরিশাধের সিস্টেম ব্যবহার করে পণ্য হাতে পেয়েই এর মূল্য পরিশোধ করা যাবে।
ক্যাশ অন ডেলিভারি বা পণ্য পেয়ে মূল্য পরিশোধের ভিত্তিতেই ই-কমার্স ওয়েবসাইটের মাধ্যমে সংশ্লিষ্ট কোম্পানির ব্যাংকে দেশের বাইরে পাঠানো পণ্যের মূল্য পৌঁছাবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানির ব্যাংকের সঙ্গে অন্য পক্ষের ব্যাংকের বিদেশি মুদ্রায় অর্থ পরিশোধের ব্যবস্থা থাকতে হবে।
করোনাভাইরাসের কারণে বিদ্যমান লডাউনে ই-কমার্স শিল্পে উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা গেছে। শিল্পনেতৃবৃন্দ এবং ব্যবসায়ীরা বলছেন, এ জন্য মূলত নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য ভোক্তাদের অনলাইনের ঝুঁকে পরার প্রবনতাই দায়ী।
ই-ক্যাবের তথ্য বলছে এই লকডাউনে ই-কমার্স ইন্ডাস্ট্রি ৩০০০ কোটি টাকার পণ্য বিক্রি করেছে। মহামারী করোনাভাইরাসের আগে ই-ক্যাবের সদস্য সংখ্যা ছিল ১০০০। কিন্তু ছয় মাসে এটি বেড়ে ১৪০০ তে পৌঁছছে। কোভিড-১৯ এর প্রভাব নিয়ে ই-ক্যাবের বিশ্লেষণে দেখা গেছে এর সদস্য সংখ্যা ৪০ভাগ বেড়েছে।