‘ভোল্টাস’ এসি আসছে বাংলাদেশে
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
ঢাকা (২৯ ডিসেম্বর): নিটল ইলেকট্রনিক্স বাংলাদেশের বাজারে নিয়ে আসছে বিশ্বখ্যাত জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ভোল্টাস (একটি টাটা পণ্য) এসি। এটি বিশ্বখ্যাত "টাটা” কোম্পানির একটি অঙ্গ-প্রতিষ্ঠান। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সারা বিশ্বে ইলেকট্রনিক্স মার্কেটে অতি পরিচিত একটি নাম ভোল্টাস, প্রায় সব ধরনের ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন এবং বাজারজাত করলের প্রধানত এসি ব্র্যান্ড হিসেবে ব্যাপক ভাবে সমাদৃত। বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ায় রয়েছে ভোল্টাস-এর বিশাল মার্কেট শেয়ার। ৭০ বছরের বেশি সময় ধরে অত্যন্ত সুনামের সাথে বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসা পরিচালনা করে আসছে এ ব্র্যান্ড।
এতে আরো বলা হয়, এয়ার কন্ডিশনার উৎপাদন ও বাজারজাতকরণে ভোল্টাস- এর সুখ্যাতি সর্বজন স্বীকৃত। ভারতের এয়ার কন্ডিশনার বাজারের ২৫% এই ব্র্যান্ডের দখলে। পণ্যের মান, দীর্ঘস্থায়িত্ব এবং উদ্ভাবনী প্রযুক্তি ও ডিজাইনের কারণে ভোল্টাস অত্যন্ত জনপ্রিয় ও সুপ্রসিদ্ধ ব্র্যান্ড।
প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভাষ্য মতে ফেব্রুয়ারি থেকে বাজারে গ্রাহকদের জন্য সহজলভ্য হতে যাচ্ছে ভোল্টাস। ৩০টি চ্যানেল পার্টনার-এর মাধ্যমে নিটল ইলেকট্রনিক্স বাংলাদেশে ভোল্টাস বাজারজাতকরণের মহাপরিকল্পনা গ্রহণ করেছে। এর ফলে নিটলের ব্যবসায়িক সহযোগীদের একটি আন্তর্জাতিক ব্র্যান্ডের অংশীদার ও বিক্রয় সহযোগী হওয়ার সুযোগ সৃষ্টি হবে।