দশমবারের মতো ‘মোস্ট লাভড অ্যাওয়ার্ড’ অর্জন বার্জারের
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
ঢাকা (২ জানুয়ারি): নয় বছরের ধারাবাহিকতায় এ বছরও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল) ‘দ্য মোস্ট লাভড ব্র্যান্ড ২০২০’ ক্যাটাগরিতে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের সম্মাননা লাভ করেছে। নিয়েলসন বাংলাদেশ এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এর সহযোগিতায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) ৩০ ডিসেম্বর ভার্চুয়াল মাধ্যমে বিপিবিএল’কে এই সম্মাননা প্রদান করে।
দেশজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানের যাত্রা, সাফল্য ও বিভিন্ন উদ্যোগকে উৎসাহ প্রদানের লক্ষ্যে প্রতিবছর বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড দেয়া হয়। এ বছর ৩৭টি ক্যাটাগরিতে ১০৫টি ব্র্যান্ড এই পুরস্কার অর্জন করেছে। এক্ষেত্রে, সারাদেশে ৭,৬০০ জন গ্রাহকের ওপর জরিপ চালিয়ে বিজয়ী নির্ধারণ করা হয়েছে।
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী বলেন, ‘পেইন্ট ইন্ডাস্ট্রিতে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২০-এর স্বীকৃতি অর্জনে আমরা অত্যন্ত কৃতজ্ঞ ও আনন্দিত। ২০২০ সাল আমাদের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল, তবে এটি একইসাথে নতুন অনেক সুযোগ তৈরি করেছে। বৈশ্বিক মহামারি মোকাবিলায় আমরা আমাদের অপারেশনাল কার্যক্রমগুলো নতুনভাবে তৈরি করেছি এবং গ্রাহকদের সর্বোচ্চ মানের পণ্য ও সেবা প্রদানের লক্ষ্যে আমরা এই প্রচেষ্টা অব্যাহত রাখবো। বার্জারের সাফল্য এবং অর্জন আমাদের অংশীদার ও গ্রাহকদের কাছ থেকে পাওয়া আস্থা ও সমর্থনেরই প্রতিফলনস্বরূপ।’