প্রায় ১৩ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে জুলাই-ডিসেম্বরে
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: বিজনেস ইনসাইডার
ঢাকা (৩ জানুয়ারি): করোনা মহামারি চলমান প্রভাব থাকা সত্ত্বেও পরপর তৃতীয় মাসের মতো ডিসেম্বরেও দেশে রেমিটেন্স আসার পরিমাণ ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। রোববার বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত তথ্যে এ খবর জানা গেছে।
ডিসেম্বরে আসা এ রেমিটেন্সের ফলে ২০২০-২১ অর্থ বছরের প্রথম ছয় মাসে রেমিটেন্সের পরিমাণ প্রায় ১৩ বিলিয়ন ডলারে পৌঁছে গেছে। এ পরিমাণ এক বছর আগে একই সময়ে আসা ৯ দশমিক ৪ বিলিয়ন ডলার থেকে ৩৭.৬০ ভাগ বেশি।
বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যাচ্ছে প্রবাসী বাংলাদেশিরা ডিসেম্বরে দেশে ২ দশমিক ০৫ বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। এ পরিমাণ নভেম্বরের চেয়ে সামান্য কম। নভেম্বরে তারা দেশে পাঠিয়ে ছিলেন ২ দশমিক ০৮ বিলিয়ন ডলার। আর অক্টোবরে দেশে আসা রেমিটেন্সের পরিমাণ ছিল ২ দশমিক ১১ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংক বলছে এ অবস্থা চলতে থাকলে ৩০ জুন এ অর্থ বছরের শেষ নাগাদ বাংলাদেশে আসা রেমিটেন্সের পরিমাণ ২৪ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।
বাংলাদেশ সরকার দেশে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে প্রবাসীদেরকে ২ শতাংশ করে আর্থিক সুবিধা দিচ্ছে।