গ্লোবাল ইসলামী ব্যাংকের যাত্রা শুরু
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
ঢাকা (৩ জানুয়ারি): পূর্ণাঙ্গ শরীয়াহ ভিত্তিক ইসলামিক ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে গ্লোবাল ইসলামী ব্যাংক। এর আগে এর নাম ছিল এনআরবি গ্লোবাল ব্যাংক। বছরের প্রথম দু’দিন সরকারী ছুটি থাকায় ৩ জানুয়ারি থেকে এর কার্র্যক্রম শুরু করা হয়।
রোববার এ উপলক্ষ্যে ব্যাংকের প্রধান কার্যালয়ে কোরআন খতম, মিলাদ ও মোনাজাতের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে ইসলামিক ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন করেন এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল ইসলাম ও আতাউস সামাদ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
২০১৩ সালে এনআরবি গ্লোবাল ব্যাংক ৪র্থ প্রজন্মের ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। অনন্য ব্যাংকিং অভিজ্ঞতার মাধ্যমে ইতিমধ্যে এ ব্যাংক গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। বর্তমানে দেশ জুড়ে এর ৮০টি শাখা, ২৫টি উপশাখা এবং ৭৮টি এটিএম বুথ রয়েছে।