পাট খাতের দেনা পরিশোধ দুই বছরের জন্য স্থগিত
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
ঢাকা (৫ জানুয়ারি): দেশের পাট খাত বিভিন্ন ব্যাংক থেকে যে বিপুল অংকের ঋণ নিয়েছে, সেই দেনা পরিশোধ দুই বছরের জন্য স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। বাংলাদেশ ব্যাংকের সুত্রে এথ্য জানা গেছে।
জারি করা সার্কুলারে উল্লেখ করা হয়েছে, অর্থ মন্ত্রনালয়ের অধীনস্ত আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে। এ সুযোগের আওতায় দুই বছরের জন্য একটি ব্লক অ্যাকাউন্টে সুদসহ মূল ঋণের অর্থ হস্তান্তর করা হবে। আর এ ঋণ পরিশোধ করতে হবে ১০ বছরের মধ্যে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩১ অক্টোবর পর্যন্ত অনাদায়ী ঋণ এবং সুদ এ সুযোগের আওতায় আনা হবে। তহবিলের পরিমাণের উপরই হস্তান্তর করা অর্থের পরিমাণ এবং সুদের হার নির্ধারিত হবে।
এতে আরো বলা হয়েছে, যারা ইতোপূর্বে ‘ব্লক অ্যাকাউন্ট’এর সুবিধা পেয়েছেন এবং তাদের দেনা শ্রেণিবদ্ধ করা হয়েছে এমন ব্যক্তিরাও এ সুযোগ নিতে পারবেন। তবে পাট খাতের ‘রিফাইন্যান্স স্কিম’ এর আওতায় ঋণ নিয়েছেন এমন পাট ব্যবসায়ীরা ব্লক অ্যাকউন্ট সুবিধার জন্য প্রয়োজ্য হবেন না।