Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
পাওয়া যাচ্ছে ১০ টাকার নতুন নোট 

শনিবার

৩০ নভেম্বর ২০২৪


১৬ অগ্রাহায়ণ ১৪৩১,

২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

পাওয়া যাচ্ছে ১০ টাকার নতুন নোট 

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৩:৫৬, ১০ এপ্রিল ২০২২  
পাওয়া যাচ্ছে ১০ টাকার নতুন নোট 

দশ টাকার নোট, ফাইল ফটো

ঢাকা (১০ এপ্রিল): নতুন ১০ টাকার নোট পাওয়া যাচ্ছে। রমজান ও ঈদুল ফিতরে এই নোটের চাহিদা বেড়ে যাওয়ার কারণে দ্রুততম সময়ের বাজারে পর্যাপ্ত পরিমাণ নোট সরবরাহ করছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার সকাল থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এই নোট ইস্যু করা হচ্ছে। কাল থেকে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে এই নতুন নোট ইস্যু করা হবে।

এর আগে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন এই নোটে বিদ্যমান ১০ টাকা মূল্যমান নোটের সম্মুখভাগের ইন্টাগ্লিও (অসমতল ছাপা) মুদ্রণ ব্যতীত বঙ্গবন্ধুর ছবি ও গর্ভনর ফজলে কবির এর স্বাক্ষর সম্বলিত ১০ টাকা (১২৩ মিমি ৬০ মিমি) মূল্যমান ব্যাংক নোট মুদ্রণ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, নতুন প্রচলিত এ নোটটিতে বিদ্যমান ১০ টাকা মূল্যমান ব্যাংক নোটের মূল রং, ডিজাইন ও আকার অপরিবর্তিত রয়েছে। নোটের সম্মুখভাগে উপরে বাম কোণে মুদ্রিত ‘১০’ ও মাঝখানে ‘বাংলাদেশ ব্যাংক’ লেখাটি ‘লালচে’ এর পরিবর্তে ‘সাদা’ এবং গভর্নর এর স্বাক্ষর কালোর পরিবর্তে লালচে-খয়েরি রঙে মুদ্রিত হয়েছে।

এছাড়া, নোটের সম্মুখভাগের অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য (নিরাপত্তা সুতা, জলছাপ, মাইক্রোটেক্সট ইত্যাদি) এবং নোটের পেছনভাগের অফসেট মুদ্রণ অপরিবর্তিত রয়েছে। ইন্টাগ্লিও মুদ্রণ ব্যতীত মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ১০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ ব্যাংক নোট হিসেবে যুগপৎ চালু থাকবে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়