আজিজ পাইপস’র উৎপাদন বন্ধ
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
ঢাকা(১১ জানুয়ারি) : কাঁচামালের অভাবে আজিজ পাইপসের উৎপাদন সাময়িক বন্ধ রাখা হয়েছে। পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিটির পরিচালনা পর্ষদ গতকাল রবিবার থেকে উৎপাদন সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সুত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মহামারী করোনাভাইরাসের কারণে কোম্পানীটির পাইপ তৈরির প্রধান কাঁচামাল পিভিসি রেসিন সরবরাহ বন্ধ হয়ে গেছে। চাহিদা অনুযায়ী পিভিসি রেসিন না পাওয়ায় উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এছাড়া স্থানীয় বাজারে কাঁচামালের দাম অস্বাভাবিক বাড়ার কারণে বাজার মুল্যের চেয়ে উৎপাদন ব্যয় বেড়ে গেছে। যেকারণে উৎপাদিত পণ্য বাজারজাত করতে নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে। এই কারণে গত ১০ জানুয়ারি থেকে সি শিফটের উৎপাদন সাময়িক বন্ধ রাখা হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে পুনরায় পিভিসি রেসিনের সরবরাহ স্বাভাবিক ও পরিস্থিতির উন্নতি হলে উৎপাদন আবার শুরু হবে।