Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
শুল্ক ছাড়া স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী আমদানির সময় বাড়ল

শুক্রবার

১৫ নভেম্বর ২০২৪


১ অগ্রাহায়ণ ১৪৩১,

১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শুল্ক ছাড়া স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী আমদানির সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:০৮, ১১ জানুয়ারি ২০২১   আপডেট: ২১:০৯, ১১ জানুয়ারি ২০২১
শুল্ক ছাড়া স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী আমদানির সময় বাড়ল

গ্রাফিক্স: বিজনেস ইনসাইডার

ঢাকা( ১১ জানুয়ারি): কোন ধরনের শুল্ক ছাড়া স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর আমদানির সময় আরো ৬ মাস বাড়ানো হয়েছে। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান আবু হেনা মো: রহমাতুল মুনিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সময় বৃদ্ধি করা হয়। 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ৩০ জুন পর্যন্ত  স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী  আমদানিতে আমদানি শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর বা মূসক, আগাম কর ও অগ্রিম আয়কর থেকে অব্যাহতি সুবিধা বহাল থাকবে। 

স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে এই সুবিধা প্রাপ্ত পণ্যের মধ্যে রয়েছে মাস্ক, এন-৯৫ ও কেএন-৯৫ মাস্ক, গ্যাস মাস্ক, ফেস শিল্ড, প্লাস্টিক ফেস শিল্ড,  গ্যাস মাস্ক, মাস্কের ইয়ার ব্যান্ড, নোজ প্রটেক্টর, সুরক্ষা গগলস ইত্যাদি। এছাড়া মাস্ক ও পিপিই উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন ধরনের নন-ওভেন ফিলামেন্ট, স্যানিটাইজার তৈরির ইসোপ্রোপাল অ্যালকোহল এই সুবিধার আওতায় থাকবে।

এসবল পণ্য আমদানি করতে শুল্কমুক্ত সুবিধা পেতে আমদানিকারককে সরকারি নিবন্ধনভুক্ত (আইআরসি) ওষুধ কোম্পানি, মেডিক্যাল সরঞ্জাম উৎপাদক ও পোশাক উৎপাদানকারী প্রতিষ্ঠান হতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। 

গেল বছরের মার্চে দেশে প্রথম কোভিড-১৯ আক্রান্ত রোগী সনাক্ত হয়। পরে মাস এপ্রিলে সব ধরনের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী আমদানীতে শুল্ক কর মওকুফ করে সরকার। প্রথম দফায় এই সুবিধা গত বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ছিল। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে দ্বিতীয় দফায় শুল্ক মুক্ত সুবিধার সময় বাড়ানো হলো। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়