অনলাইনে রিটার্ন দাখিল নিশ্চিতে ৬ বিশেষ কমিটি
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: ফাইল ফটো
ঢাকা, ২৯ অক্টোবর: করদাতাদের এবছর অনলাইনে আয়কর রিটার্ন দাখিল নিশ্চিত করতে ছয়টি বিশেষ কমিটি গঠন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার এনবিআর সদস্য (কর তথ্য ব্যবস্থাপনা ও সেবা) হাফিজ আহমেদ মুর্শেদের সই করা চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে।
বিশেষ এ কমিটিতে রয়েছে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের নেতৃত্বে পাঁচ সদস্যের স্টিয়ারিং কমিটি ও চারটি অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) এবং একটি সিস্টেম ডিজাইন ও ডেভেলপমেন্ট কমিটি। নিজস্ব জনবল দিয়েই সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার জন্য এ ব্যবস্থা নিয়েছে এনবিআর।
স্টিয়ারিং কমিটিতে চেয়ারম্যান ছাড়াও এনবিআরের তিন জন সদস্য ও এনবিআরের সিস্টেম ম্যানেজার কমিটিতে সদস্য হিসেবে থাকবেন। স্টিয়ারিং কমিটি অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সিস্টেম ও তা বাস্তবায়নে যাবতীয় কার্যক্রম মনিটরিং করবেন। এই স্টিয়ারিং কমিটির কাছে সব অ্যাপলিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস বা এপিআই টিম এবং সিস্টেম ডিজাইন ও ডেভেলপমেন্ট টিম কাজের অগ্রগতি সম্পর্কে নিয়মিত রিপোর্ট করবে। এছাড়া কর তথ্য ব্যবস্থাপনা ও সেবা উইং এই স্টিয়ারিং কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।
এপিআই টিম-১ এ এনবিআরের সদস্য, কর কমিশনারসহ সাত জন দায়িত্ব পালন করবেন। একইভাবে এনবিআর এপিআই টিম-২ এ ও টিম-৩ এ সাত জন করে দায়িত্ব পালন করবেন। তবে সিস্টেম ডিজাইন ও ডেভলপমেন্ট টিমে ১১ জন কাজ করবেন।