ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার বাড়লেও কমেছে আয়
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ইনফোগ্রাফ- বিজনেস ইনসাইডার
ঢাকা (১৩ জানুয়ারি): দেশে ২০২০ সালে নতুন ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে ৩ দশমিক ৭৮ কোটি। কিন্তু এর পরেও ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসায়ীদের আয় কমেছে। এর কারণ হিসেবে তারা কর্পোরেট গ্রাহক কমে যাওয়াকে দায়ী করেছেন।
বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) প্রকাশিত সাম্প্রতিক তথ্যে দেখা যাচ্ছে, ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৯ কোটি ৫২ লাখ। অথচ ২০২০ সালের জানুয়ারিতে এ সংখ্যা ছিল মাত্র ৫ কোটি ৭৪ লাখ।
এই ব্যবসার সঙ্গে জড়িতরা বলছেন, করোনা মহামারির কারণে অনেক কর্পোরেট গ্রাহক তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছেন নতুবা ইন্টারনেটের ব্যবহার কমিয়ে এনেছেন। ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ন গ্রাহক হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। মহামারিতে সরকারি নিষেধাজ্ঞার কারণে সেগুলো এখনো খোলেনি।
ইন্টারনটে সার্ভিস প্রোভাইডার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সাধারণ সম্পাদক এমদাদুল হক বিজনেস ইনসাইডার’ কে বলেন, ব্যক্তি কেন্দ্রিক ব্যবহারকারী বৃদ্ধি পাওয়ায় কাস্টমারের সংখ্যা বেড়েছে। এক্ষেত্রে আয় বাড়ার পরিমাণ খুব কম।
তিনি বলেন, ট্রাভেল এজেন্সি এবং এয়ারলাইন্সের মতো গ্রাহকগুলো হচ্ছে আমাদের আয় উপার্জনের প্রধান খাত। তারাও কারোনা মহামারিতে ব্যবসা মন্দার কারণে ব্যান্ডইউথ ব্যবহার কমিয়ে দিয়েছে। আইএসপিএবির তথ্যানুযায়ী ব্রডব্যান্ড ইন্টারনেটের আয়ের ৬০ ভাগ আসে কর্পোরেট গ্রাহক থেকে।
এমদাদুল হক বলেন, আমাদের মূল আয় প্রায় ২০ ভাগ কমে গেছে। একজন বড় গ্রাহক যেখানে ৫০ জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার করতেন, তিনি এখন মাত্র ২৫ জিবিপিএস ব্যবহার করছেন। তবে এখন অবস্থার অগ্রগতি হচ্ছে। অর্থনীতি পুনরুত্থানের সঙ্গে আমাদের আয়ও বাড়বে বলে আমরা আশাবাদী।