ফেব্রুয়ারিতে আসছে দুই নতুন উড়োজাহাজ
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: ফাইল ফটো
ঢাকা(১৪ জানুয়ারি): ফেব্রুয়ারিতে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির ড্যাশ ৮-৪০০ মডেলের নতুন দুটি উড়োজাহাজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যোগ হচ্ছে। কানাডার কোম্পানি ডি হ্যাভিল্যান্ড এই দুটি উড়োজাহাজ তৈরি করেছে।
মোট ৭৪ আসন বিশিষ্ট উড়োজাহাজ দুটি ফেব্রুয়ারির শেষে আসার বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।
বিমানের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উড়োজাহাজ ক্রয়ে বাংলাদেশ ও কানাডার সরকারের মধ্যে জি টু জি চুক্তি হয়। এই চুক্তির আওতায় তিনটি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ কিনবে বাংলাদেশ। ইতিমধ্যে গত ডিসেম্বর প্রথম ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজটি আসে। পরে ২৭ ডিসেম্বর ধ্রুবতারা নামে এই উড়োজাহাজটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
দেশের ভেতরে ও বাইরে স্বল্প দূরত্বে যাত্রী পরিবহনের কথা মাথায় রেখে ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ কেনা হচ্ছে।
বর্তমানে বিমান বহরে মোট ১৯টি উড়োজাহাজ রয়েছে। এরমধ্যে ৪টি বোয়িং ৭৮৭-৮, ৪টি বোয়িং ৭৭৭-৩০০, দুটি বোয়িং ৭৮৭-৯, ৬টি রোয়িং ৭৩৭ এবং ৩টি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ। আর নতুন দটি যুক্ত হলে মোট উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ২১।