Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
সানোফির শেয়ার বিক্রির নোটিশে কর্মীদের উদ্বেগ-উৎকন্ঠা, ট্রেড ইউনিয়ন গঠন

শনিবার

১৬ নভেম্বর ২০২৪


২ অগ্রাহায়ণ ১৪৩১,

১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সানোফির শেয়ার বিক্রির নোটিশে কর্মীদের উদ্বেগ-উৎকন্ঠা, ট্রেড ইউনিয়ন গঠন

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:১৪, ১৬ জানুয়ারি ২০২১   আপডেট: ২৩:২০, ১৭ জানুয়ারি ২০২১
সানোফির শেয়ার বিক্রির নোটিশে কর্মীদের উদ্বেগ-উৎকন্ঠা, ট্রেড ইউনিয়ন গঠন

ছবি: বিজনেস ইনসাইডার

ঢাকা (১৬ জানুয়ারি): ফ্রান্সভিত্তিক ওষুধ প্রস্তুতকারক ও বিপণনকারী বহুজাতিক কোম্পানি সানোফি বাংলাদেশ লিমিটেডের ৫৫ শতাংশ শেয়ার বিক্রি করে দেয়ার সিদ্ধান্তে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে চাকরি নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে। এই অনিশ্চয়তা ও উৎকন্ঠার কারণে গত ফেব্রুয়ারি মাসে কোম্পানিটির কর্মকর্তা-কর্মচারীরা মিলে ‘সানোফি বাংলাদেশ লিমিটেড ওয়ার্কার্স এমপ্লয়িজ এসোসিয়েশন’ নামে একটি ট্রেড ইউনিয়ন গঠন করেন।

শনিবার সকালে রাজধানীর ইকোনোমিক রিপোর্টার ফোরামের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সানোফি বাংলাদেশ লিমিটেড ওয়ার্কার্স এমপ্লয়িজ এসোসিয়েশনের সভাপতি নুরুজ্জামান রাজু।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সানোফি বাংলাদেশে কর্মরত প্রায় ১০০০ কর্মচারীর ভবিষ্যৎ সুরক্ষা ও ন্যায্য অধিকার আদায়ে একটি ট্রেড ইউনিয়ন গঠন করা হয়েছে। যা গত ফেব্রুয়ারিতে শ্রম মন্ত্রণালয়ের রেজিষ্ট্রেশন পেয়েছে।

এখানে উল্লেখ্য, শুক্রবার নব গঠিত এই সংগঠন থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সানোফি কর্মকর্তা-কর্মচারীর প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুয়িটি ও ক্ষতিপূরণ দেয়া নিয়ে টালবাহানার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। কিন্তু শনিবারে সংবাদ সম্মেলন করা হয় মূলত নব গঠিত সানোফি বাংলাদেশ লিমিটেড ওয়ার্কার্স এমপ্লয়িজ এসোসিয়েশনের সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা চাকরি নিয়ে কেন অনিশ্চয়তায় আছেন এমন প্রশ্ন করলে এর কোন সদুত্তর দিতে পারেননি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সজীব কুমার চক্রবর্তী।

সানোফি বাংলাদেশ লিমিটেড ওয়ার্কার্স এমপ্লয়িজ এসোসিয়েশনের সভাপতি নুরুজ্জামান রাজু জানান, কোম্পানির শেয়ার বিক্রির ঘোষণার পর থেকে গত ১৫ মাস ধরে সানোফি বাংলাদেশের সকল কর্মীরা সানোফি লোকাল এবং গ্লোবাল ম্যানেজমেন্টের কাছে তাদের দাবিগুলো জানিয়ে আসছে। কিন্তু এ বিষয়ে এখনো কিছু নিশ্চিত করেনি সানোফি ম্যানেজমেন্ট।

তিনি আরও জানান, কর্মকর্তা-কর্মচারীদের এই দাবির ব্যাপারে আশ্বস্থ করছে সানোফি। তবে দাবি আদায় না হলে নবনির্বাচিত এই এমপ্লেয়িজ এসোসিয়েশন সোচ্চার ভূমিকা পালন করবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক ওষুধ প্রস্তুতকারক ও বিপণনকারী প্রতিষ্ঠান সানোফি বাংলাদশলিমিটেড তাদের ৫৫ শতাংশ শেয়ার বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের কারণে কর্মীদের মাঝে চাকরিসহ অন্যান্য বিষয় নিয়ে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। তাই সানোফি বাংলাদেশে কর্মরত কর্মীদের চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুয়িটি ইত্যাদি নিশ্চিত করতে হবে।

এ সময় সাধারণ সম্পাদক সজীব কুমার চক্রবর্তী নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন। সানোফি বাংলাদেশ ওয়ার্কার্স এমপ্লয়িজ এসোসিয়েশনের নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন নুরুজ্জামান রাজু, সাধারণ সম্পাদক সজীব কুমার চক্রবর্তী, সহ-সভাপতি আবদুল্লাহ আল ওমর ফারুক, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শরীফ মো. ফয়সাল, দফতর সম্পাদক মো. মাজহারুল ইসলাম, কার্যকরী সদস্য মাহমুদ হাসান এবং আতাউর রহমান।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়