৪১২ কোটি টাকায় সানোফির প্রায় ৫৫ শতাংশ শেয়ার কিনছে বেক্সিমকো ফার্মা
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
বেক্সিমকো ও সানোফির মধ্যে চুক্তি স্বাক্ষর। ছবি: সংগৃহীত
ঢাকা (২২ জানুয়ারি): অবশেষে গুজব বাস্তবে পরিণত হয়েছে। দেশের শীর্ষ ফার্মাসিউটিক্যালস জায়ান্ট বেক্সিমকো ফ্রান্সের সানোফির সহযোগি প্রতিষ্ঠান সানোফি বাংলাদেশের ৫৪ দশমিক ৬ শতাংশ শেয়ার কিনে নিতে সম্মত হয়েছে। বৃহস্পতিবার এক ঘোষণায় বেক্সিমকো এ কথা জানিয়েছে। নগদ রিজার্ভের উপর ভিত্তি করে এর মূল্য ৪৮ দশমিক ৫ মিলিয়ন ডলার থেকে ৫৫ মিলিয়ন ডলার হতে পারে।
বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান বৃহস্পতিবার বিজনেস ইনসাইডার বাংলাদেশের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। দেশীয় মুদ্রায় এর বিনিময় মূল্য দাড়াবে ৪১২ কোটি থেকে ৪৬৭ কোটি টাকা।
তবে, এ লেনদেনে বাংলাদেশ ব্যাংকের প্রয়োজনীয় অনুমোদন এবং একটি নির্দিষ্ট ক্রয় বিক্রয় চুক্তিসহ সরকারের ছাড়পত্র সাপেক্ষে প্রস্তাবিত এ অধিগ্রহণ হবে। ধারণা করা হচ্ছে, এ অধিগ্রহণ ৩ থেকে ৯ মাসের মধ্যে সম্পন্ন হবে।
এই চুক্তির মাধ্যমে সানোফি ৬৩ বছরের কার্যক্রম শেষে বাংলাদেশের বাজার ছেড়ে যাচ্ছে। সানোফি ১৯৫৮ সালে বাংলাদেশে ‘মে এবং বাকের’ নামে এর যাত্রা শুরু করে। পরে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে একীভূত হয়ে ২০০৪ সালে সানোফি-অ্যাভেন্টিস গঠন করে।
২০১৩ সালে, এর নাম বদলে সানোফি বাংলাদেশ লিমিটেড করা হয়। দেশের বাজারে বেশিরভাগ পণ্য সরবরাহের জন্য টঙ্গীতে এর একটি আধুনিক ফার্মাসিউটিক্যাল প্লান্ট রয়েছে। সানোফি সরাসরি আমদানির মাধ্যমে এর আন্তর্জাতিক ব্র্যান্ডের ভ্যাকসিন, ইনসুলিন এবং কেমোথেরাপির ওষুধও দেশের বাজারে সরবরাহ করে।
কার্ডিওলজি, ডায়াবেটিস, অনকোলজি, ডার্মাটোলজি এবং সিএনএসে পাশপাশি ল্যান্টাস, এপিড্রা, ফিমোক্সিল, ফ্ল্যাগিল, অ্যাভিল, এন্টারোগেরমিনা ইত্যাদি আন্তর্জাতিক ব্র্যান্ডের মতো পোর্টফোলিওতেও সানোফির সরব উপস্থিতি রয়েছে।
বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান বলেছেন যে, সানোফি বাংলাদেশের বেশির ভাগ শেয়ারের প্রস্তাবিত অধিগ্রহণের ঘোষণা দিতে পেরে তারা আনন্দিত। তিনি বলেন, অনুমোদিত হলে ২০১৮ সালে নুভিস্টা ফার্মা লিমিটেড (সাবেক অর্গানন বাংলাদেশ) অধিগ্রহণের পর এটি হবে কোম্পানির ইতিহাসের দ্বিতীয় কৌশলগত অধিগ্রহণ।
হাসান বলেন, “সানোফি বাংলাদেশের এই অধিগ্রহণ থেরাপির ক্ষেত্রে আমাদের অবস্থানকে শক্তিশালী করার মাধ্যমে ভবিষ্যতে টেকসই প্রবৃদ্ধির জন্য শক্তিশালী ভিত্তি হিসাবে কাজ করবে। আমরা বিশ্বাস করি, সানোফির অনন্য এবং বৈচিত্রপূর্ণ পোর্টফোলিও আমাদের বিদ্যমান পণ্যের সীমার সঙ্গে পরিপূরক হবে এবং কোম্পানির উল্লেখযোগ্য পরিমাণে রাজস্ব বৃদ্ধিতে সহায়ক হবে।”
বর্তমানে, দেশের শেয়ার বাজারে তালিকাভুক্তি ছাড়াও যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং অস্ট্রেলিয়াসহ বিশ্বের ৫০ টিরও বেশি দেশের শেয়ার বাজারে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পদচারণা রয়েছে। এর জিডিআর লন্ডন স্টক এক্সচেঞ্জের বিকল্প বিনিয়োগের বাজারেও তালিকাভুক্ত রয়েছে।
অন্যদিকে, ২০১৯ সালে বিশ্বব্যাপী সানোফির বিক্রয় ৩৬ বিলিয়ন ইউরোরও বেশি ছিল। ২০১৯ সালের ৩১ শে ডিসেম্বর সমাপ্ত বছরে (সানোফি বাংলাদেশের সর্বশেষ নিরীক্ষিত অ্যাকাউন্ট), সোনোফি বাংলাদেশ প্রায় ৩৮৮ কোটি টাকা আয় করেছে, কর পূর্ব মুনাফা করেছে ৪৯ কোটি টাকা এবং এর মোট সম্পদের পরিমাণ ছিল ৬০০ কোটি টাকারও বেশি।